সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড পুরো সরগরম। একে তো পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি হইচই ফেলে দিয়েছিল। তারপরই বছর ঘুরতেই বলিউড পেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। যে ছবি বক্স অফিসে ঝড় তুললেও, বিতর্কে কিন্তু রয়েই গিয়েছে। আর এবার বলি পর্দায় আরও এক বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরি করে ফেললেন পরিচালক এম কে শিবাক্ষ। ২০০২ সালের গোধরা কাণ্ডের নেপথ্য়ের গল্পকেই ছবির পর্দায় নিয়ে আসছেন এই পরিচালক। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? ‘গোধরা’ ছবিতে এই প্রশ্নই তুলবেন পরিচালক শিবাক্ষ।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মুক্তি পাওয়ার পর অনেকেই এই দুই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা ছবির তকমা দিয়েছেন। সেই সূত্র ধরেই সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন, ”আমার এই ছবি একেবারেই প্রোপাগান্ডামূলক ছবি নয়। ফিকশনও নয়। গোধরা কাণ্ড নিয়ে নানাবতী-শাহ মেহেতা কমিশনের থেকে পাওয়া তথ্যর উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হয়েছে।”
[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]
পরিচালক আরও জানান, ”এই ছবি দুম করে তৈরি করা হচ্ছে না। গত পাঁচবছর ধরে গবেষণা করার পরই ছবিটা তৈরি হয়েছে।’