shono
Advertisement

Breaking News

Airtel

বিনামূল্যে ১০০ জিবি গুগল ড্রাইভ স্টোরেজ দেবে এয়ারটেল! জেনে নিন দুরন্ত অফারের খুঁটিনাটি

গাঁটছড়া ভারতী এয়ারটেল ও গুগলের।
Published By: Biswadip DeyPosted: 06:11 PM May 20, 2025Updated: 06:11 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য ডিজিটাল কনটেন্টের সংখ্যা যত বেড়েছে, ততই স্টোরেজ নিয়ে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের। হয় ডিলিট করা অথবা স্টোরেজ কিনে সেখানে রাখা ছাড়া উপায় নেই। কিন্তু এই দ্বিতীয় সমাধানটি ব্যয়বহুল। এই পরিস্থিতিতে গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে দারুণ অফার আনল এয়ারটেল। গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ, তাও ১০০ জিবি, এবার বিনামূল্যে দেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা। তবে তা প্রথম ছয়মাসের জন্য। পরবর্তী সময়ে মাসে ১২৫ টাকা করে খরচ পড়বে। যদিও এই অফার আপাতত স্রেফ পোস্টপেড প্ল্যানের জন্য।

Advertisement

জানা যাচ্ছে, যে কোনও সময়ই ইউজাররা এই অফারটির সুবিধা নেওয়া বন্ধ করে দিতে পারবেন। এবং তাঁরা তা আরও পাঁচ ইউজারের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। ফলে ৬ মাস পরের যে সামান্য মাসিক খরচ সেটাও ভাগ করে নেওয়া যাবে আগ্রহী আত্মীয়-পরিজন কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে।

পাশাপাশি জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাটেরও ব্যাকআপ নেওয়া যাবে গুগল অ্যাকাউন্ট স্টোরেজে। সেই সঙ্গে সংস্থার তরফে ঘোষণার সময় জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রেই মিলবে এই অফারের সুযোগ।

এদিকে এয়ারটেল ৩৯৯ টাকার ব্ল্যাক প্ল্যানে পরিবর্তন এনেছে। এবার থেকে এতে থাকছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন সার্ভিসেসের (আইপিটিভি) পরিষেবাও। আগেই এই প্ল্যানের অন্তর্গত ছিল হাই স্পিড ইন্টারনেট ও ডিটিএইচ পরিষেবা। কিন্তু আইপিটিভিও এর সঙ্গে যুক্ত হওয়ায় গ্রাহকরা ২৯টি জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপের 'অন-ডিমান্ড' শো দেখতে পারবেন। যার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম প্লাস, অ্যাপল টিভি প্লাস প্রভৃতি। ছশোর বেশি জনপ্রিয় টিভি চ্যানেলও দেখা যাবে এই প্ল্যানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে দারুণ অফার আনল এয়ারটেল।
  • গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ, তাও ১০০ জিবি, এবার বিনামূল্যে দেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা। তবে তা প্রথম ছয়মাসের জন্য।
  • পরবর্তী সময়ে মাসে ১২৫ টাকা করে খরচ পড়বে।
Advertisement