shono
Advertisement

Breaking News

iPhone app

'আপনি কি মৃত?', এই কাজটি না করলেই অ্যাপে পৌঁছে যাবে নোটিফিকেশন!

মূলত যারা একা থাকেন তাঁদের কথা ভেবেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি ওপেন করলে দেখা যায় একটি সবুজ বড় বৃত্ত। নির্দিষ্ট সময়ের অন্তর সুরক্ষিত রয়েছেন তা বোঝাতে ট্যাপ করতে হয় ওই বৃত্তে।
Published By: Tiyasha SarkarPosted: 12:48 PM Jan 21, 2026Updated: 04:21 PM Jan 21, 2026

কর্মসূত্রে এখন বহু মানুষ বাড়ি থেকে দূরে একাই থাকেন। কেউ ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে। কেউ কেউ আবার পড়াশোনার কারণে অনেকটা ছোট বয়সেই ঘর ছাড়তে বাধ্য হয়। অনেকেক্ষেত্রে আবার বাড়িতে একা থাকেন বৃদ্ধ-বৃদ্ধারা। যারা একা থাকেন তাঁদের লড়াইটা অন্যরকম। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে নিজেদেরই লড়াই করতে হয়। মানিয়ে নিতে হয়। সেখানে মেলে না পরিবার, বন্ধুবান্ধবের সহযোগিতার হাত। এমন ঘটনাও বহু ক্ষেত্রে দেখা যায়, একাকীরা সমস্যায় পড়লে পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবরা জানতেও পারেন না! পরিণতি ভয়ংকরও হয় কখনও কখনও। সেই সমস্যা সমাধানে দারুণ এক অ্যাপ আনল অ্যাপল। যার নাম 'Sileme’। চিনা এই শব্দের অর্থ ‘Are You Dead?'

Advertisement

ব্যাপারটা ঠিক কি? জানা গিয়েছে, মূলত যারা একা থাকেন তাঁদের কথা ভেবেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি ওপেন করলে দেখা যায় একটি সবুজ বড় বৃত্ত। নির্দিষ্ট সময়ের অন্তর সুরক্ষিত রয়েছেন তা বোঝাতে ট্যাপ করতে হয় ওই বৃত্তে। সংস্থা সূত্রে খবর, যদি আপনি ২ দিন এই অ্যাপটি একবারও চেক ইন না করেন, তাহলেই বার্তা পৌঁছবে আপনার ঘনিষ্ঠদের কাছে। জানানো হবে, আপনি হয়তো সমস্যায় রয়েছেন। তবে এই অ্যাপটি আপাতত ব্যবহার করতে পারছেন শুধুমাত্র চিনের বাসিন্দারা। ইতিমধ্যেই প্রায় সাড়ে ১২ হাজার মানুষ এই অ্যাপটি ব্যবহার শুরু করেছেন। তবে এটি কিন্তু ফ্রি অ্যাপ নয়। এর জন্য গুণতে হচ্ছে টাকা। ভারতীয় মুদ্রায় এর দর প্রায় ১০৩ টাকা।

বিশেষ এই অ্যাপের নেপথ্যে কারা? তিনজনের একটি ছোট্ট দল এই অ্যাপটি তৈরি করেছেন। প্রতিষ্ঠাতাদের সকলেরই জন্ম ১৯৯৫ সালে। অ্যাপটি ভাইরাল হওয়ার পর তাঁরা জানায়, এটিকে আরও উন্নত করতে কাজ করবে তাঁরা। বয়স্কদের জন্য থাকবে বিশেষ ফিচার। প্রসঙ্গত, এই অ্যাপের নাম নিয়েও বিতর্ক মাথা চাড়া দিয়েছিল। অনেকেরই দাবি ছিল ‘Are You Dead?'-কে পালটে করা হোক, 'Are you alive?' অথবা 'Are you okay'?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement