shono
Advertisement

Breaking News

ChatGPT

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! ফাঁস করল চ্যাটজিপিটি, জানেন কীভাবে AI বলে দেয় গোপন তথ্য?

২৭ বছরের এক তরুণীকে যেভাবে 'উদ্ধার' করল চ্যাটজিপিটি তা যেন কোনও সাইফি কাহিনি! এমনই এক ঘটনার কথা জানালেন এক ডেটিং কোচ। ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি।
Published By: Biswadip DeyPosted: 06:26 PM Jan 30, 2026Updated: 06:26 PM Jan 30, 2026

এআই ও মানুষের মধ্যে সম্পর্ক যত নিবিড় হচ্ছে, ততই প্রযুক্তি আরও বেশি করে ঢুকে পড়ছে অন্দরমহলে। কিন্তু ২৭ বছরের এক তরুণীকে যেভাবে 'উদ্ধার' করল চ্যাটজিপিটি তা যেন কোনও সাইফি কাহিনি! তরুণী জানতে পারেননি তাঁর চল্লিশের শেষ কোঠায় থাকা প্রেমিকটি বিবাহিত! কিন্তু চ্যাটজিপিটিই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে! এমনই এক ঘটনার কথা জানালেন এক ডেটিং কোচ। যা শুনে তাজ্জব হতে হবে।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? এক্স হ্যান্ডলে করা পোস্টে ব্লেন অ্যান্ডারসন নাম্নী ওই কোচ জানিয়েছেন ২৭ বছরের ওই তরুণীর প্রেমিক চল্লিশের শেষ কোঠায় পৌঁছে গিয়েছিলেন। ভদ্রলোক চ্যাটজিপিটি নিয়ে কার্যত 'পাগল'। আর তারই মাশুল তাঁকে চোকাতে হল নিদারুণ ভাবে। আসলে তরুণীর সঙ্গে ডেটে গিয়েও তিনি লাগাতার নানা কথা বলছিলেন। পান করতে করতে জানতে চাইছিলেন ককটেলের ইতিহাস। এবং যা উত্তর পাচ্ছেন সবই জোরে জোরে পড়ে শোনাচ্ছিলেন প্রেমিকাকে। এভাবে রাত প্রায় শেষের দিকে পৌঁছলে প্রেমিকা আবদার করেন এবার চ্যাটজিপিটি তথা ফোন সরিয়ে তাঁর দিকে মন দিতে। প্রেমিকও সরস ভঙ্গিতে উত্তর দেন, ''চ্যাটজিপিটি ও আমি প্রিয় বন্ধু। তুমি বরং আমার সম্পর্কে যা খুশি জিজ্ঞাসা করো।''

তরুণী জানতে পারেননি তাঁর চল্লিশের শেষ কোঠায় থাকা প্রেমিকটি বিবাহিত! কিন্তু চ্যাটজিপিটিই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে!

প্রেমিকা তখন প্রেমিকের বকলমেই চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, 'আমাকে এমন কিছু বলো যা তুমি অন্য কারও সাথে শেয়ার করবে না। এবং আমার যে বিষয়টা তোমার সত্যিই ভালো লাগে।' চ্যাটজিপিটি সটান বলে দেয়, 'আমার সবচেয়ে যেটা ভালো লাগে তা হল, আপনি আপনার স্ত্রীর প্রতি এত যত্নশীল একজন স্বামী এবং আপনার সন্তানদের কাছে একজন স্নেহশীল বাবা।' ব্যাস! রাতারাতি প্রেমিকার সামনে মুখোশ ছিঁড়ে একেবারে বেকায়দায় প্রেমিকটি!

ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। অনেকেই এমনও লেখেন যে, মানুষটি কতটা একলা হয়ে পড়েছিল যে চ্যাটজিপিটির কাছে সব জানিয়ে রাখতে হয়েছিল! আবার অনেকের মতে, এই কায়দাটা অন্যরাও বুদ্ধি করে প্রয়োগ করতে পারেন। এই ধরনের 'প্রেমিক'দের মুখোশ খুলতে চ্যাটজিপিটি দারুণ 'হাতিয়ার' হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। অনেকেই এমনও লেখেন যে, মানুষটি কতটা একলা হয়ে পড়েছিল যে চ্যাটজিপিটির কাছে সব জানিয়ে রাখতে হয়েছিল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement