শীতে সাধারণত জেল্লা হারায় ত্বক। তার একটা বড় কারণ আবহাওয়া। ফলে স্বাভাবিকভাবেই শীতে ত্বক ঝকঝকে করতে নানারকম তেল-ক্রিম ব্যবহার করেন সকলে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, লাভের লাভ হয় না কিছুই। কয়েকঘণ্টার মধ্যেই ফের রুক্ষ-শুষ্ক হয়ে যায় ত্বক। হাত-পায়ের পাশাপাশি খসখসে হয়ে যায় গালও। কিন্তু জানেন কি এই সমস্যা সমাধানের উপায় রয়েছে আপনার হাতের কাছেই? চলুন আজ জেনে নিন কোন তেল নিমেষে শীতেও ঝকঝকে করতে পারে ত্বক। কার জন্য আদর্শ কোনও তেল।
ফাইল ছবি।
যে কোনও মরশুমে ত্বক হাসিখুশি রাখতে অব্যর্থ আমন্ড তেল। এই তেল ধীরে ধীরে শুষে নেয় ত্বক। ভিতর থেকে হাইড্রেট করে। ফলে শীতের মরশুমেও ত্বক রীতিমতো চকচক করে। তালিকায় রয়েছে চির পরিচিত নারকেল তেল। রাতে ঘুমোনোর আগে ক্রিমের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন মুখে। আপনার জেল্লা অন্যের ঈর্ষার কারণ হবেই। এক্ষেত্রে দারুণ কাজ করে রোজশিপ তেলও। রুক্ষতাকে দূর করে এটি ভিতর থেকে তরতাজা করে ত্বক। জোজোবা ওয়েলও এক্ষেত্রে খুব ভালো কাজ করে। ব্যবহার করতে পারেন আর্গান ওয়েল। এই তেলে রয়েছে ভিটামিন ই যা শুষ্ককে ঝলমলে করে তোলে নিমেষে। নরম ত্বক পেতে ঘুমোনোর আগে ব্যবহার করতে পারেন অলিভ ওয়েলও।
রাতে ঘুমোনোর আগে ক্রিমের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন মুখে। আপনার জেল্লা অন্যের ঈর্ষার কারণ হবেই। এক্ষেত্রে দারুণ কাজ করে রোজশিপ তেলও। রুক্ষতাকে দূর করে এটি ভিতর থেকে তরতাজা করে ত্বক। জোজোবা ওয়েলও এক্ষেত্রে খুব ভালো কাজ করে।
ফাইল ছবি।
তবে হ্যাঁ মাথায় রাখতে হবে সব ত্বকে কিন্তু সব তেল ব্যবহার করা যাবে না। যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক, তাঁরা নারকেল তেল, অলিভ ওয়েল বা আমন্ড তেল ব্যবহার করবেন। যাদের তৈলাক্ত ত্বক, ব্রণর সমস্যা লেগে থাকে তাঁদের জন্য আদর্শ জোজোবা তেল। বয়স ৩৫-এর গণ্ডি পেরলে ব্যবহার করুন আর্গান তেল ও রোজশিপ তেল। দেখবেন নিজের জেল্লায় চমকে যাবেন নিজেই।
