shono
Advertisement

Breaking News

Human washing machine

জামাকাপড় ধোয়া নয়, আপনাকে স্নান করিয়ে দেবে হিউম্যান ওয়াশিং মেশিন! জানেন দাম?

কোথায় পাবেন এই মেশিন?
Published By: Tiyasha SarkarPosted: 05:08 PM Nov 29, 2025Updated: 05:24 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিং মেশিন এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি। কারণ, কর্ম ব্যস্ততার মধ্যেও নিমেষে ঝক্কিছাড়াই জামা কাপড় কাচা হয়ে যায়। কিন্তু জানেন কি একইভাবে মেশিন স্নান করিয়ে দিতে পারে আপনাকেও? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! বেশ কিছুদিন আগেই 'হিউম্যান ওয়াশিং মেশিন' এনেছে জাপান। এবার তা ব্যাবহার করতে পারবেন আপনিও। কারণ, খোলা বাজারে বিক্রি হবে এই মেশিন।

Advertisement

জাপানি সংস্থার তৈরি এই মেশিনটির জাপানি নাম ‘মিরাই নিনজ়েন সেন্টাকুকি’। এটি পুরোপুরিভাবে কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআই দ্বারা পরিচালিত। জানা গিয়েছে, স্নান করার জন্য মেশিনটিতে ঢুকে তা বন্ধ করে দিতে হবে। এরপর যিনি স্নান করছেন তাঁর ত্বক অনুযায়ী মেশিনই বেছে নেবে সাবান। স্নান করানোর আগে মেশিনেই হবে বডি ম্যাসাজ। এতদিন মেশিনটি বিক্রি যোগ্য ছিল না। এবার এই মেশিন বিক্রি শুরু হল খোলা বাজারে। জানা যাচ্ছে, প্রথম মেশিনটি কিনছে হোটেল ওসাকা। অতিথিদের জন্যই এই বিশেষ ব্যবস্থা। জাপানের আরেকটি ইলেকট্রনিক চেইন এই মেশিনটি কিনছে। কারণ, এরকম একটি বিশেষ ওয়াশিং মেশিন ওই সংস্থার প্রতি ক্রেতাদের আকর্ষণ বা়ড়াবে বলে মনে করছে। আর এই মেশিনের দাম? জানা যাচ্ছে, ৩.২ কোটিতে কেনা যাবে এই মেশিন।

কীভাবে স্নান করাবে এই মেশিন? জানা গিয়েছে, অন করলে প্রথমে ঈষদুষ্ণ জলে পরিপূর্ণ হবে মেশিন। তারপর যিনি স্নান করবেন তাঁকে ভিতরে ঢুকতে হবে। এরপরই সাবান, শ্যাম্পু দিয়ে ভিতরেই তৈরি হবে বুদবুদ। স্নান-গা মোছার পর নাকি ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজারও বেছে নেবে মেশিন। সব মিলিয়ে দারুন এক অনুভূতি দেবে এই হিউম্যান ওয়াশিং মেশিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাপানি সংস্থার তৈরি এই মেশিনটির জাপানি নাম ‘মিরাই নিনজ়েন সেন্টাকুকি’।
  • এটি পুরোপুরিভাবে কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআই দ্বারা পরিচালিত।
  • জানা গিয়েছে, স্নান করার জন্য মেশিনটিতে ঢুকে তা বন্ধ করে দিতে হবে।
Advertisement