সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৪৯ কোটি মানুষ রিলায়েন্স জিও-র গ্রাহক। তাই জিও-র নতুন অফার এলেই হইহই পড়ে যায়। এবার মুকেশ আম্বানির সংস্থা এনেছে এমন এক অফার যা অভাবনীয়। ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা এবার পেতে পারবেন মাত্র ১০০ টাকায়। বিশেষ করে তাঁদের জন্য এই প্ল্যান, যাঁরা মোবাইল বা টিভিতে ওটিটি দেখার ক্ষেত্রে পকেটের সঙ্গে মানানসই প্ল্যান খোঁজেন।
১০০ টাকার প্ল্যানে ২৯৯ টাকার বেনিফিট
জিওর নতুন ১০০ টাকার প্ল্যানে অবিকল সেই সব সুবিধা রয়েছে যা ২৯৯ টাকার প্ল্যানটিতে থাকে। স্বাভাবিক ভাবেই সকলের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই নয়া প্ল্যান। বিশেষ করে ওটিটির জন্য এই প্ল্যান একেবারে জবরদস্ত। জেনে নিন বিশদে-
মেয়াদ: ৯০ দিন
ডেটা: ৫ জিবি
ওটিটি বেনিফিট: জিওসিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে
সুতরাং যাঁরা ওয়েব সিরিজ, সিনেমা ও খেলা দেখতে ভালোবাসেন, তাঁরা সকলেই এই প্ল্যান যে লুফে নেবেন তা বলাই বাহুল্য।
টিভি ও মোবাইলে বিনামূল্যে জিওসিনেমা
এর আগে ২৯৯ টাকার প্ল্যানটিই ছিল জিওসিনেমা প্রিমিয়াম দেখার ক্ষেত্রে ন্যূনতম প্ল্যান। যেখানে জনপ্রিয় ছবি, ওয়েব সিরিজ ও লাইভ খেলা দেখার সুযোগ ছিল মোবাইল ও টিভিতে। এবার জিও মাত্র ১০০ টাকাতেই এই সুযোগ দিচ্ছে।
মাথায় রাখুন দুটি বিষয়
১০০ টাকার এই প্ল্যানটি সম্পর্কে দু'টি বিষয় গ্রাহকদের মাথায় রাখা দরকার। যথা-
১) এই অফারের সুযোগ নিতে হলে আপনার জিও নম্বরের একটি অ্যাকটিভ বেস প্ল্যান থাকা দরকার।
২) এই ১০০ টাকার প্ল্যান কিন্তু আপনার সিমকে অ্যাকটিভ রাখবে না। এটা একেবারেই বুস্টার/ সেকেন্ডারি প্ল্যান, যার লক্ষ্যই হল ওটিটি পরিষেবার সুযোগ করে দেওয়া। এবং সেজন্য সীমিত ডেটা প্রদান করা।
