shono
Advertisement
Paytm

ইচ্ছোমতো লুকিয়ে রাখুন আপনার লেনদেনের তথ্য, দুরন্ত ফিচার আনল Paytm

পেটিএমের মতো ডিজিটাল ওয়ালেটের জনপ্রিয়তা বেড়েই চলেছে।
Published By: Biswadip DeyPosted: 05:37 PM May 23, 2025Updated: 05:37 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে লেনদেন আজকাল জলভাত হয়ে গিয়েছে। গত কয়েক বছরে নগদ লেনদেনকে বড়সড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছে ডিজিটাল লেনদেন। ছোটখাটো দোকান, বাজারের সবজি-মাছ-মাংসের দোকান থেকে বড়সড় ব্যবসায়িক লেনদেন সবেতেই গুরুত্ব বাড়ছে ডিজিটাল লেনদেনের। পেটিএমের মতো ডিজিটাল ওয়ালেটের জনপ্রিয়তাও তাই বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে নিত্যনতুন ফিচারও নিয়ে আসে তারা। এবার পেটিএম নিয়ে এল 'হাইড পেমেন্ট' ফিচার।

Advertisement

কী কাজ এই ফিচারের?

অনেক সময়ই কোনও না কোনও লেনদেন আমরা গোপন রাখতে চাই। সমস্ত লেনদেনের তালিকা থেকে ইচ্ছেমতো লেনদেনের ইতিহাসকে বাদ রাখার সুযোগ করে দেবে এই নয়া ফিচার। রাতে আচমকাই কিছু একটা খাবার অর্ডার করেছেন কিংবা কাউকে সারপ্রাইজ গিফট দিয়েছেন- সেটা বাদ দিতে চাইলে এবার আপনাকে সাহায্য করবে 'হাইড পেমেন্ট' ফিচার।

কেমন করে লেনদেন লুকিয়ে রাখবেন পেটিএমে
পেটিএম অ্যাপ খুলে 'ব্যালান্স অ্যান্ড হিস্ট্রি'তে যান।

যে লেনদেন লুকোতে চান সেটিকে লেফট সোয়াইপ করুন।

বেছে নিন 'হাইড' অপশন।

'ইয়েস' সিলেক্ট করুন।

তাহলেই আপনার লেনদেনের হিস্ট্রি থেকে মুছে যাবে ওই নির্দিষ্ট লেনদেন।

কেমন করে 'আনহাইড' করবেন
পেটিএম অ্যাপ খুলে 'ব্যালান্স অ্যান্ড হিস্ট্রি'তে যান।

পেমেন্ট হিস্ট্রির পাশে থাকা তিনবিন্দুর আইকনে ক্লিক করুন।

'ভিউ হিডেন পেমেন্টস' বেছে নিন।

আপনার ফোনের পিন বা বায়োমেট্রিক ভ্যারিফিকেশন ব্যবহার করে হিডেন পেমেন্ট দেখে নিন।

যেটা আনহাইড করতে চান, বাঁদিকে সোয়াইপ করে ট্যাপ করুন 'আনহাইড'-এ।

এবার ফের ওই লেনদেন দৃশ্যমান হবে আপনার পেমেন্ট হিস্ট্রিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেটিএমের মতো ডিজিটাল ওয়ালেটের জনপ্রিয়তাও তাই বেড়েই চলেছে।
  • আর এই পরিস্থিতিতে ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে নিত্যনতুন ফিচারও নিয়ে আসে তারা।
  • এবার পেটিএম নিয়ে এল 'হাইড পেমেন্ট' ফিচার।
Advertisement