shono
Advertisement

Breaking News

AC gas leak

AC গ্যাস লিক করলে মিলবে না ঠান্ডা হাওয়া! বিষয়টি কী? কীভাবে সুরক্ষিত রাখবেন?

এয়ার কন্ডিশনার থেকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বাতাস পেতে কী করতে হবে জেনে নেওয়া যাক।
Posted: 04:16 PM May 06, 2024Updated: 04:16 PM May 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এক মুহূর্ত এসি ছাড়া থাকাই দায়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতখানি ঠান্ডা আসার কথা, ততখানি আসছে না। ফিল্টার নোংরা হলে কিংবা টেম্পারেচারের সেটিং মোডে গন্ডগোল হলে এই সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হল এসি গ্যাস লিক। কী এই গ্যাস লিক বিষয়টি? কীভাবেই বা তা আটকাবেন? এসি থেকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বাতাস পেতে কী করতে হবে জেনে নেওয়া যাক।

Advertisement

এসির মধ্য়ে বাতাস ঠান্ডা করার গ্য়াস থাকে। যা গরম হাওয়াকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে গোটা ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনও কারণে কমে গেলে কিংবা তা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। এক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে কী কারণে এসি গ্যাস লিক করতে পারে?

[আরও পড়ুন: ভাঙলেও তিনি মচকান না, আগামী মরশুমে হাবাসের জেদ বাড়লে ‘সাধু সাবধান!’]

১. দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেনসর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
২. কমপ্রেসর মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।
৩. এসি ইনস্টল করার সময় কোনও গন্ডগোল হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।

এবার জেনে নেওয়া যাক কীভাবে এসির গ্যাস লিক রোখা সম্ভব।
১. কন্ডেনসর তামার হলে ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কন্ডেনসরের বদলে তামা বেছে নিন।
২. এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন, যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।
৩. শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।
৪. নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। যাতে কোনও সমস্যা চোখে পড়তে দ্রুত মেরামরকারীদের খবর দিতে পারেন।

[আরও পড়ুন: ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু, গোপোনাঙ্গে বল লাগতেই লুটিয়ে পড়ল কিশোর বোলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসির মধ্য়ে বাতাস ঠান্ডা করার গ্য়াস থাকে। যা গরম হাওয়াকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে গোটা ঘরে ছড়িয়ে দেয়।
  • তাই এই গ্যাসের লেভেল কোনও কারণে কমে গেলে কিংবা তা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না।
Advertisement