shono
Advertisement
WhatsApp

হ্যাকারদের রুখতে আরও কড়াকড়ি হোয়াটসঅ্যাপে! আসছে নয়া ফিচার

এই সেটিংস চালু হলে, টু-স্টেপ ভেরিফিকেশন স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। এবং এর সঙ্গে সিকিউরিটি নোটিফিকেশনও চালু হবে।
Published By: Biswadip DeyPosted: 02:12 PM Jan 28, 2026Updated: 02:12 PM Jan 28, 2026

হ্যাকারদের ফাঁদ পাতা নেটভুবনে। কে যে কখন ধরা পড়বে বলা মুশকিল। হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় প্রস্তাবের আড়ালেই সর্বনাশের 'টোপ'। নিত্যনতুন সব ফাঁদে প্রতিদিনই বহু মানুষ পড়ছেন বিপদে। এবার হ্যাকারদের রুখতে এগিয়ে এল হোয়াটসঅ্যাপ। ইউজারদের নিরাপত্তার জন্য আনা হচ্ছে নতুন ফিচার।

Advertisement

এই নয়া ফিচারের নাম 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস'। আসলে এটি একটি ওয়ান ক্লিক অপশন। অর্থাৎ একবার এই বাটনে ক্লিক করলেই তা চালু হয়ে যাবে। ফলে নিরাপত্তা সংক্রান্ত ফিচার যুক্ত হয়ে গিয়ে তা ইউজারদের নিরাপত্তা বলয়কে আরও মজবুত করবে।

অজানা, অচেনা ইউজারের থেকে কোনও মিডিয়া ফাইল অর্থাৎ ছবি, ভিডিও, অডিও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে। পাশাপাশি অজানা কারও থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সঙ্গে সঙ্গে সাইলেন্ট হয়ে যাবে।

ঠিক কীভাবে কাজ করবে এই সেটিংস? জানা গিয়েছে, একবার হোয়াটসঅ্যাপে এই সেটিংস চালু হলে, টু-স্টেপ ভেরিফিকেশন স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। এবং এর সঙ্গে সিকিউরিটি নোটিফিকেশনও চালু হবে। ফলে কোনও পরিচিতের এনক্রিপশন কোড পরিবর্তিত হলেই মেসেজ চলে যাবে ইউজারের কাছে। এর ফলে লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি, প্রোফাইল লিঙ্ক শুধুমাত্র পরিচিতিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

অজানা, অচেনা ইউজারের থেকে কোনও মিডিয়া ফাইল অর্থাৎ ছবি, ভিডিও, অডিও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে। পাশাপাশি অজানা কারও থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সঙ্গে সঙ্গে সাইলেন্ট হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হয়ে যাবে। সাধারণত সাংবাদিক, জন প্রতিনিধি এবং আরও যাঁদের 'টার্গেট' হওয়ার আশঙ্কা বেশি, তাঁদের জন্য এই ফিচার আরও বেশি উপকারী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এও জানানো হয়েছে, এটা একটা ঐচ্ছিক নিরাপত্তা বলয়। সম্প্রতি অভিযোগ উঠেছে, গ্রাহকের ব্যক্তিগত পরিসরে যে কোনও মেটাকর্মীই উঁকি দিতে পারেন। এই বিতর্কের মধ্যেই নয়া ফিচারের কথা জানা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement