shono
Advertisement

Breaking News

YouTube

Youtube-এ সবথেকে বেশি দেখেছেন কোন ভিডিও? ফেভারিট কোন গান? বছরভরের রিক্যাপ একক্লিকেই

ব্যাপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 02:57 PM Dec 05, 2025Updated: 02:57 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, আরও একটা বছর শেষের পথে। এটাই স্মৃতির পাতা উলটে বছরভর কী পেলেন, কী হারালেন তা দেখে নেওয়ার সময়। কিন্তু শুধু  প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবলে চলবে? বছরজুড়ে কী কী গান শুনলেন, ভিডিও দেখলেন, তা যদি দেখে নেওয়া যায়? নিশ্চয়ই ভাবছে এটা কীভাবে সম্ভব। হ্যাঁ, এটাও সম্ভব। কারণ, প্রতিবারের মতোই এবারও রিক্যাপ নিয়ে হাজির Youtube। একক্লিকেই দেখে নিতে পারবেন বছরভর সব থেকে বেশি দেখেছেন কোন ভিডিও, শুনেছেন কোন গান।

Advertisement

অফিসে যাওয়া-আসার পথে, রান্না করার সময় হোক বা মন খারাপের রাতে, অধিকাংশ সময়ই সকলের ভরসা ইউটিউব। একক্লিকেই পছন্দের সিনেমা, ভিডিও, ইন্টারভিউ দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা গান শোনেন অনেকেই। বছর শেষে সেই স্মৃতিই ফিরিয়ে দিচ্ছে ইউটিউব। ব্যাপারটা ঠিক কী? রিক্যাপ ফিচার এনেছে Youtube। ক্লিক করলেই দেখতে পাবেন ১২ টি কার্ড। সেখানে প্রথমেই থাকবে বছরভর আপনি কোন সংক্রান্ত ভিডিও দেখেছেন সব থেকে বেশি। ভেসে উঠবে পছন্দের ক্রিয়েটর, পছন্দের ভিডিও-সহ নানা কিছু। তবে ভাববেন না অডিও ও ভিডিও মিলিয়ে মাত্র একটিই রিক্যাপ।

আলাদাভাবে রিক্যাপ তৈরি করেছে Youtube Music-ও। সেখানে দেখা যাবে, আপনি বছরভর মোট কতঘণ্টা ইউটিউবে গান শুনেছেন। সব থেকে বেশিবার শুনেছেন কোন গান। সব থেকে বেশি শুনেছেন কোন শিল্পীদের গান। দেখতে পাবেন কোন দেশের গান বেশি শুনছেন সেটাও। যা আপনার মন ভালো করে দিতে বাধ্য। তাহলে আর দেরি কেন? এখনই চেক করুন আপনার ইউটিউব রিক্যাব। দেখে নিন বছরভর পছন্দের শীর্ষে ছিল কী কী। তবে শুধু দেখা নয়, এই রিক্যাপ সেভ, পোস্ট ও শেয়ারের অপশনও পাবেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিক্যাপ ফিচার এনেছে Youtube। ক্লিক করলেই দেখতে পাবেন ১২ টি কার্ড।
  • সেখানে প্রথমেই থাকবে বছরভর আপনি কোন সংক্রান্ত ভিডিও দেখেছেন সব থেকে বেশি।
  • ভেসে উঠবে পছন্দের ক্রিয়েটর, পছন্দের ভিডিও-সহ নানা কিছু। তবে ভাববেন না অডিও ও ভিডিও মিলিয়ে মাত্র একটিই রিক্যাপ।
Advertisement