প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবতী কন্যাসন্তান জন্মেছে৷ তাও খোদ ভারতে৷ দক্ষিণ ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেছে এই শিশু৷ জন্মের সময় তার ওজন ছিল ৬.৮ কেজি৷ চিকিৎসকদের একাংশের ধারণা এই শিশুই বিশ্বের প্রথম সর্বাধিক ওজনসম্পন্ন সদ্যোজাত৷ ১৯ বছরের নন্দিনী এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷
এহেন স্বাস্থ্যবতী সন্তানের জন্ম দিয়ে স্বভাবতই চমকে গিয়েছিলেন নন্দিনী৷ চিকিৎসকরাও অবাক হয়েছিলেন৷ শিশুটিকে মেডিক্যাল অবজারভেশনের মধ্যে রাখা হয়েছিল৷ কিন্তু খুব অদ্ভুতভাবেই দেখা গিয়েছে, শিশুটির দেহে শর্করার পরিমাণ একদম সঠিক রয়েছে৷ থাইরয়েড বা শ্বাসকষ্টের মতো কোনও সমস্যাও শিশুটির নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷
স্ত্রীরোগ বিশেষজ্ঞ পূর্নিমা মানু জানিয়েছেন, “এই শিশু ভারতের প্রথম সর্বাধিক ওজনসম্পন্ন শিশুকন্যা৷” শুধু তাই নয়, চিকিৎসকরা মনে করছেন, এই শিশুই বিশ্বের সর্বাধিক ওজনসম্পন্ন সদ্যজাত শিশুকন্যা৷
বিশ্বের সবচেয়ে ওজনদার শিশুকন্যা জন্মাল ভারতে!
এহেন স্বাস্থ্যবতী সন্তানের জন্ম দিয়ে স্বভাবতই চমকে গিয়েছিলেন নন্দিনী৷ চিকিৎসকরাও অবাক হয়েছিলেন৷ শিশুটিকে মেডিক্যাল অবজারভেশনের মধ্যে রাখা হয়েছিল৷ কিন্তু খুব অদ্ভুতভাবেই দেখা গিয়েছে, শিশুটির দেহে শর্করার পরিমাণ একদম সঠিক রয়েছে৷ থাইরয়েড বা শ্বাসকষ্টের মতো কোনও সমস্যাও শিশুটির নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷Posted: 12:29 AM May 27, 2016Updated: 06:59 PM May 26, 2016
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Advertisement