shono
Advertisement

ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন তরুণী, দেখেও কেন থামালেন না প্রত্যক্ষদর্শীরা?

ঘটনায় প্রবল বিতর্ক চিনে৷ The post ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন তরুণী, দেখেও কেন থামালেন না প্রত্যক্ষদর্শীরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Jun 26, 2018Updated: 08:11 PM Jun 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা আত্মহত্যা, যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে৷ প্রত্যেককে ভাবতে বাধ্য করছে, একবিংশ শতাব্দীতে কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? মানুষ এখন এতটাই নির্মম হয়ে উঠেছে যে, কাউকে আত্মহত্যা করতে দেখলেও থামাচ্ছে না, বরং তাকে আরও বেশি করে উৎসাহ দিচ্ছে৷ যা মানবতার বর্বরোচিত রূপটাকে প্রকাশ্যে এনেছে৷

Advertisement

[জানেন, এই শহরগুলিতে থাকার জন্য আর্থিক সুবিধা দেয় সরকার?]

ঘটনাটি চিনের উত্তরাংশের গানসু প্রদেশের৷ জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন লি নামের বছর উনিশের এক তরুণী৷ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি৷ দুঃখজনক, হলেও আজকের দিনে এটা অতি সাধারণ ঘটনা৷ প্রত্যেকদিনই বিশ্বের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল, যখন লি আত্মহত্যা করছেন, তখন তাকে উৎসাহিত করছিলেন প্রত্যক্ষদর্শীরা৷ ওই বাড়িরই নিচে দাঁড়িয়ে থাকলেও প্রত্যক্ষদর্শীরা কেউ মেয়েটিকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধা দেননি৷ এমনকি মেয়েটি আত্মহত্যা করলে তাকে বিদ্রূপ করতেই ব্যস্ত ছিল তাঁরা৷ আর এই ঘটনাই বর্তমানে চরম বিতর্ক সৃষ্টি করেছে চিনের সোশ্যাল মিডিয়ায়৷

[বাংলাদেশের নাগরিক নন খালেদা জিয়ার পুত্র, বিস্ফোরক দাবি আওয়ামি নেতার]

চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে জানা গিয়েছে, ২০১৬-তে যখন লি’য়ের বয়স ছিল ১৭ তখন একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল তার সঙ্গে৷ স্কুলের এক শিক্ষকের লালসার শিকার হতে হয় তাকে৷ মেয়েটির বাবা জানিয়েছেন, তারপর থেকে জীবনের প্রতি মায়া চলে গিয়েছিল লি’য়ের৷ আগেও অনেকবার সে করেছিল আত্মহত্যার চেষ্টা৷ চিকিৎসা করানো হলেও কোনও পরিবর্তন হয়নি তার৷ তবে আত্মহত্যার ঘটনার থেকেও এখন চিনের সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বিষয় হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীদের ঘটানো অমানবিক বিষয়টি৷ অনেকেই প্রশ্ন করছেন, আধুনিকতার মোহে মানুষ কি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে?

The post ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন তরুণী, দেখেও কেন থামালেন না প্রত্যক্ষদর্শীরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement