shono
Advertisement
Kapil Sharma

সইফের বাড়িতে হামলার পর পাকিস্তান থেকে কপিল শর্মাকে খুনের হুমকি! আতঙ্কে কাঁটা বলিউড

গত কয়েক মাসে চার সেলিব্রিটিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
Published By: Subhajit MandalPosted: 09:56 AM Jan 23, 2025Updated: 10:17 AM Jan 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নয়া আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কপিলের অভিযোগ, ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। মুম্বই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ইমেল আবার এসেছে পাকিস্তান থেকে।

Advertisement

মুম্বই পুলিশকে কপিল জানিয়েছেন, তাঁর মেলে হুমকি বার্তা এসেছে। তাঁকে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।" কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাঁকে ওই ইমেলের জবাব দিতে বলা হয়। নাহলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে 'বিষ্ণু' বলে পরিচয় দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি এসেছে পাকিস্তান থেকে। শুধু কপিলই নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানার পুলিশ।

বাবা সিদ্দিকিকে গুলি করে খুন। সলমন খানকে লাগাতার হুমকি। শাহরুখ-সহ একাধিক সেলিব্রিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সইফ আলি খানের বাড়িতে আচমকা হামলা, তাঁকে ছুরি দিয়ে বারবার আঘাত, এবার কপিল-সহ চার সেলিব্রিটিকে খুনের হুমকি। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাঁটা গোটা বলিউড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সইফ আলি খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি।
  • এরই মধ্যে নয়া আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা।
  • কপিলের অভিযোগ, ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে।
Advertisement