shono
Advertisement
Sudip-Pritha

বিচ্ছেদের পরেও অটুট বন্ধুত্ব, বড়দিনে একসঙ্গে দুই ছেলেকে নিয়ে কোথায় গেলেন সুদীপ-পৃথা?

বড়দিন পেরোতেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন অভিনেতা।
Published By: Arani BhattacharyaPosted: 09:58 PM Dec 26, 2025Updated: 09:58 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী, তাঁদের বিবাহবিচ্ছেদের খবর এখন কারোর অজানা নয়। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে বারবার এক হচ্ছেন তাঁরা। নিজেদের সম্পর্ক ছেদের আঁচ যে তাঁরা পড়তে দেবেন না সন্তানদের উপর, এমনটা তাঁরা আগেই জানিয়েছিলেন। তাই ডিভোর্সের পরেও দু’জনের মধ্যে এখনও রয়েছে সৌজন্যের সম্পর্ক। বড়দিনে সেই ছবি দেখা গেল আবারও। সশীতের সকালে বড়দিনে দুই ছেলে ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সুদীপ।

Advertisement

বড়দিন পেরোতেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন সুদীপ। আর সেখানেই দেখা গেল শীতের সকালে কমলালেবু রোদ গায়ে মেখে প্রাক্তন স্ত্রী পৃথা ও দুই ছেলেকে নিয়ে কলকাতার চিড়িয়াখানায় ঘুরে বেড়ালেন অভিনেতা। সেই চেনা রীতি মেনে সপরিবারে চিড়িয়াখানার মাঠে বসে দুপুরের খাবারও খেলেন তাঁরা। সেই ছবিও দেখা গিয়েছে সুদীপের ভিডিওতে। হাসিমুখে পোজ দিয়েছেন সকলেই। তবে সুদীপ একেবারে নিজের মুখ ঢেকে নিয়ে ঘুরলেন।

সুদীপ ও পৃথার বিবাহবিচ্ছেদের ঘোষণায় তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়! সুদীপ বলেছিলেন যে, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সর্বৈব সত্যি কথা। ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সোশাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের দেখছি পৃথার বিরুদ্ধে কুকথা বলেই চলেছে। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়’। আর বন্ধুত্ত্ব রক্ষার সেই কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করছেন প্রাক্তন দম্পতি সন্তানদের দিকে চেয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের সকালে কমলালেবু রোদ গায়ে মেখে প্রাক্তন স্ত্রী পৃথা ও দুই ছেলেকে নিয়ে কলকাতার চিড়িয়াখানায় ঘুরে বেড়ালেন অভিনেতা।
  • সেই চেনা রীতি মেনে সপরিবারে চিড়িয়াখানার মাঠে বসে দুপুরের খাবারও খেলেন তাঁরা।
  • সেই ছবিও দেখা গিয়েছে সুদীপের ভিডিওতে। হাসিমুখে পোজ দিয়েছেন সকলেই।
Advertisement