সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ বছর বয়সেই চিরতরে বিদায় নিলেন বিকাশ শেঠি। 'কভি খুশি কভি গম' সিনেমায় অভিনয় করেছিলেন করিনা কাপুরের বন্ধু 'রবি'র চরিত্রে। সুদর্শন চেহারা চোখ টেনেছিল সেই প্রজন্মের অনেক তরুণীরই। ছোটপর্দাতেও বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে বিকাশকে। সেই অভিনেতাই এবার চিরঘুমের দেশে।
৮ সেপ্টেম্বর, রবিবার চিরঘুমের দেশে চলে গেলেন বিকাশ শেঠি। 'কিঁউ কি সাস ভি কভি বহু থি','কাসৌটি জ়িন্দগি কি', 'কহিঁ তো হোগা'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালের মে মাসে জন্ম বিকাশের। ২০০৩ সাল থেকে ছোটপর্দায় কাজ করা শুরু করেন।তখন প্রাপ্তবয়স্ক সিরিয়াল ‘উপস’-এ দেখা গিয়েছিল বিকাশকে। যেখানে তিনি বন্ধুর মায়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন। 'কাসৌটি জ়িন্দগি কি' সিরিয়ালে প্রেম বসুর ভূমিকায় দেখা গিয়েছিল বিকাশকে। এরপর একতা কাপুর প্রযোজিত হিট সিরিয়াল 'কহিঁ তো হোগা'তেও স্বয়ম শেরগিলের ভূমিকায় নজর কাড়েন তিনি।
[আরও পড়ুন: গণপতি উৎসবেই রণবীর-দীপিকার ঘরে এল লক্ষ্মী, ‘সেরা’ প্রতিক্রিয়া আলিয়া-প্রিয়াঙ্কাদের]
'কভি খুশি কভি গম' সিনেমায় বিকাশ শেঠির স্ক্রিন প্রেজেন্স ছিল মাত্র ১০ মিনিট মেরেকেটে। তাতেই সারা ফেলে দেন করিনার বন্ধুর চরিত্রে। হিন্দি ছাড়া তেলুগু ছবিতেও কাজ করেছেন বিকাশ। 'নাচ বলিয়ে' রিয়ালিটি শোয়ের চতুর্থ সিজনে তৎকালীন স্ত্রীর সঙ্গে অংশ নেন। পরে সেই বিয়ে ভাঙলে দ্বিতীয় বিয়েও করেন অভিনেতা। যমজ সন্তান রয়েছে বিকাশ শেঠির।