shono
Advertisement
Krushal Ahuja

ফের নতুন হিন্দি ধারাবাহিকের প্রস্তুতি শুরু ক্রুশলের! আর টলিউডমুখো হবেন না?

সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক 'ঝনক' এর কাজ।
Published By: Arani BhattacharyaPosted: 09:36 PM Jun 06, 2025Updated: 09:36 PM Jun 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় বাংলা টেলিভিশনে তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকের। তবে অনেকদিন হল নিয়মিতভাবে অভিনেতাকে ক্রুশল আহুজাকে আর বাংলা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক। কারণ, আপাতত বাংলা টেলিভিশন দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ক্রুশল।

Advertisement

একের পর এক হিন্দি টেলিভিশনে কাজ করে চলেছেন তিনি। সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক 'ঝনক' এর কাজ। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই ফের এক হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা ভাবছেন ক্রুশল। এই জল্পনার জেরেই ক্রুশলের অনুরাগীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি আর অভিনেতা আপাতত টলিপাড়ায় কাজ করবেন না? এখন কি তাহলে পাকাপাকিভাবে মুম্বইতেই কাজ করবেন তিনি? যদিও এই নিয়ে ক্রুশলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এর আগে 'কি করে বলব তোমায়' বাংলা ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রুশল। সেই কাজ দর্শকের খুবই পছন্দ হয়েছিল। তারপর 'রিস্তো কা মাঞ্ঝা', 'ঝনক'-এর মতো হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ক্রুশল। এবার এতটুকু বিরতি না নিয়েই নাকি আগামী ধারাবাহিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, পালকি মলহোত্রার প্রথম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে একাধিক হিন্দি ধারাবাহিকে পালকি কার্যকরী পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁর আগামী ধারাবাহিকের নাম এখন ঠিক হয়নি বলেই শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে নাকি সেই ধারাবাহিকেই দেখা যাবে ক্রুশলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনেকদিনই হল নিয়মিতভাবে অভিনেতাকে ক্রুশল আহুজাকে আর বাংলা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক।
  • আপাতত বাংলা টেলিভিশন দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ক্রুশল।
  • এর আগে 'কি করে বলব তোমায়' বাংলা ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রুশল।
Advertisement