shono
Advertisement
Dipika Kakar

দীপিকার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, ছোট্ট সন্তানকে নিয়ে চিন্তিত অভিনেত্রীর স্বামী

দুঃসংবাদ শোনান অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম।
Published By: Sayani SenPosted: 08:35 PM May 16, 2025Updated: 08:35 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোলের সন্তান। এখনও সে স্তন্যপান করেন। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। মাতৃত্ব নিয়ে যখন ব্যস্ত অভিনেত্রী দীপিকা কক্কর, ঠিক সেই সময় তাঁর জীবনে ঘনাল ঘোর বিপদ। কারণ, অভিনেত্রী দীপিকা কক্করের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। লিভার টিউমারে আক্রান্ত তিনি। ভ্লগে দুঃসংবাদ শোনান অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। এই পরিস্থিতিতে ছেলে ও স্ত্রীকে নিয়ে চিন্তিত তিনি।

Advertisement

শোয়েব ইব্রাহিম ভ্লগে বলেন, "দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনও সমস্যা হয়েছে। যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা। পারিবারিক চিকিৎসক আমার বাবারও চিকিৎসা করেন। তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। বেশ কয়েকটি রক্তপরীক্ষা করাতে বলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খান দীপিকা। সেই সময় তিনি সুস্থই ছিলেন। বাবার জন্মদিনের পর আবার পেটে ব্যথা শুরু হয়। ইতিমধ্যে রক্তপরীক্ষার রিপোর্টও চলে আসে। যখন বোঝা যায় শরীরে কিছু একটা সংক্রমণ হয়েছে।"

অভিনেত্রীর স্বামী শোয়ের আরও বলেন, "আবার চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক সিটি স্ক্যান করাতে বলেন। জানা যায় দীপিকা পেটের বাঁ দিকে একটি টিউমার হয়েছে। এটা টেনিস বলের মতো আকারের হয়ে গিয়েছে। যা শুনে আমরা অবাক হয়ে যাই।" বলে রাখা ভালো, এখনও বেশ কয়েকটি রিপোর্ট হাতে পাওয়া বাকি। ওই রিপোর্টে আরও কোনও দুঃসংবাদ রয়েছে কিনা, তা ভেবেই চিন্তিত শোয়েব। চিকিৎসক যদিও দীপিকাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

হিন্দি ছোটপর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনেত্রী দীপিকা কক্করের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। লিভার টিউমারে আক্রান্ত তিনি।
  • ভ্লগে দুঃসংবাদ শোনান অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম।
  • এই পরিস্থিতিতে ছেলে ও স্ত্রীকে নিয়ে চিন্তিত তিনি।
Advertisement