সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে অভিমান ভালোবাসা বাড়ায়। রাগ-অনুরাগই তো সম্পর্ককে আরও বেঁধে রাখতে সাহায্য করে। অভিনেত্রী তিয়াশা লেপচা এবং অভিনেতা সোহেল দত্তকে দেখলে আরও বেশি করে যেন সেটাই মনে হয়। দীর্ঘ দিনের বন্ধুত্ব তাঁদের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। কিন্তু মাঝে কেটেছিল তাল। সোহেল এবং তিয়াশার ব্রেকআপ নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল সিরিয়াল পাড়ায়। যদিও সেই মান অভিমান মিটিয়ে এখন আবার কাছাকাছি তাঁরা।
শহরের ইতিউতি চোখ রাখলে মাঝে মাঝে ফ্রেমবন্দি হন তাঁরা একসঙ্গে। সম্প্রতি অনন্যা এবং সুকান্তর এনগেজমেন্ট পার্টিতেও একসঙ্গে আসতে দেখা যায় তাঁদের। তিয়াশা এবং সোহেলের জুটি নিয়ে দর্শকের একাংশের মনে যেমন উত্তেজনা। তেমনই আবার একাংশ তাঁদের কটাক্ষ করতে ছাড়েন না। তাই তো টলিপাড়ার এই 'লাভবার্ড'-এর ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ট্রোল আর মিমের বন্যা।
নিজের সোশাল মিডিয়া স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন সোহেল। যেখানে দেখা যাচ্ছে তিয়াশা এবং তাঁদের আদরের পোষ্য তোজোকে নিয়ে হাসিমুখে নিজস্বী তুলতে ব্যস্ত সোহেল। সেই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন 'ডেট উইথ তিয়াশা'। ব্যস সেই ছবি প্রকাশ্য়ে আসার পরেই শুরু নানা সমালোচনা। নেতিবাচক মন্তব্যে ভরেছে সমাজমাধ্যমের পাতা। কেউ লিখেছেন, "এই সম্পর্ক কি আদৌ টিকবে?" আর এই মন্তব্যে অনেকে সহমতও প্রকাশ করেছেন। উল্লেখ্য, 'কৃষ্ণকলি'র পর এখনও হিট অধরা তিয়াশার। সোহেলকে নেতিবাচক চরিত্রে দেখছেন 'মিত্তিরবাড়ি' ধারাবাহিকে। তিয়াশাকে দর্শক দেখছেন 'রোশনাই' সিরিয়ালে।