shono
Advertisement
Kanyakumari Mukherjee

'একেবারে রেহাই পায়নি', অনুরাগীদের কোন দুঃসংবাদ দিলেন কন্যাকুমারী?

মা, মেয়ের সঙ্গে এদিন একটি হাসিমুখে ছবি পোস্ট করেন কন্যাকুমারী।
Published By: Sayani SenPosted: 02:01 PM Apr 27, 2025Updated: 02:01 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তিনি খুব বেশি সক্রিয় নন। হয়তো কালেভদ্রে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন। সেই অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায় রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় দিলেন মনখারাপের খবর। তবে তিনি যে লড়াই করতে প্রস্তুত, তা-ও পোস্টে প্রমাণ করে দিয়েছেন।

Advertisement

মা, মেয়ের সঙ্গে এদিন একটি হাসিমুখে ছবি পোস্ট করেন কন্যাকুমারী। সঙ্গে লেখেন, "কাল মায়ের বায়োপসি রিপোর্টটা এল। না একেবারে রেহাই পাইনি। মা ম্যালিগ্যান্ট। কিন্তু স্টেজ ২। স্টেজ ২ তুলনামূলক ভালো স্টেজ। কারণ, এতে চিকিৎসার সুযোগ আছে। কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষগুলিকে ধ্বংস করে তাদের ফিরে আসার সম্ভাবনা কমানোর চেষ্টা। চেষ্টাই বলছি, কারণ আরও বেশ কয়েকটি দিকও আছে। মায়ের ডায়েবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণ, এগুলোর উপর নির্ভর করে আছে। তারপরেও বলব অন্তত এতটা জলে পড়িনি যে আর কিছু করারই নেই।" নিজের পরিবারের লোকজন, বন্ধুবান্ধব এবং বেশ কয়েকজন চিকিৎসককেও ধন্যবাদ জানান অভিনেত্রী।

মাকে নিয়ে কন্যাকুমারীর আবেগঘন বার্তা, "নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছেন আমার মা। কেমোথেরাপি পর্যায়। কিন্তু এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি, বাকিটাও পারব, পারতে হবে, কারণ মা পারতে চান। আমার মা দারুণ। আরও দারুণ হয়ে উঠবেন। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে যারা আমার মায়ের জন্য শুভেচ্ছা, আশীর্বাদ পাঠিয়েছেন। আরও লাগবে বুঝলেন।" তাঁর মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর সোশাল মিডিয়ায় দেবেন বলেও জানান অভিনেত্রী।

টলিপাড়ার জনপ্রিয় মুখ কন্যাকুমারী। ছোট থেকে কথা বলায় চোস্ত অভিনেত্রী। সে কারণে ছোট থেকে জনপ্রিয়তা তুলনামূলক বেশি। ধীরে ধীরে ছোটপর্দায় কাজ শুরু করেন। সিরিয়ালপ্রেমীদের ড্রয়িংরুম দখল করে নেন তিনি। মায়ের সঙ্গে 'দিদি নম্বর ওয়ান'-এর মতো জনপ্রিয় গেম শো-তে মায়ের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সময় দু'জনের মিষ্টি মধুর খুনসুটির সাক্ষী হয়েছিলেন দর্শকরা। তবে রবিবাসরীয় সকালে কন্যাকুমারীর পোস্টে মন ভালো নেই অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মা, মেয়ের সঙ্গে এদিন একটি হাসিমুখে ছবি পোস্ট করেন কন্যাকুমারী।
  • রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় দিলেন মনখারাপের খবর।
  • তবে তিনি যে লড়াই করতে প্রস্তুত, তা-ও পোস্টে প্রমাণ করে দিয়েছেন।
Advertisement