shono
Advertisement

ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

এলাকায় তীব্র উত্তেজনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। The post ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM Sep 19, 2018Updated: 09:31 AM Sep 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা৷ বুধবার সকালে থেকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপোরা রেল স্টেশন লাগোয়া এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই৷ ভারত-পাক গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় ছড়িয়ে তীব্র উত্তেজনা৷ সীমান্ত পেরিয়ে জঙ্গি ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে পারে, এই আশঙ্কা কাকাপোরা রেল স্টেশন চত্বরে শুরু হয়েছে জঙ্গি নিকেশ অভিযান৷ চলছে, সেনা তল্লাশি৷

Advertisement

[‘দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জেএনইউ’, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

সেনা সূত্রে খবর, এদিন সকালে পুলওয়ামায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা৷ ঘটনার প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে উঠতে খুব বেশি দেরি করেনি সিআরপিএফ জওয়ানরা৷ মুহূর্তে পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা৷ সাতসকালে গুলিবর্ষণের তপ্ত হয়ে ওঠে উপত্যকা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় জওয়ানরা৷ সীমান্তে সংঘর্ষের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে, এই আশঙ্কা এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷ চলছে, সেনা অভিযান৷ অভিযান চলাকালীন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি রুখতে সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর৷

[মুসলমানদের নিয়েই হবে হিন্দু রাষ্ট্র, সংঘের মঞ্চে ঘোষণা মোহন ভাগবতের]

এর আগে চলতি মাসেই সোপিয়ানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা৷ সেই খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গিদমন কর্মসূচি চলাকালীন সেনাদের উপর হামলা চালানো হয়৷ শুরু হয় গুলিবর্ষণ৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতেই চার পুলিশকর্মী শহিদ হন৷ ইন্ডিয়ান মুজাহিদিন ও হিজবুল জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করে৷ সেনা জানিয়েছে, ওই ঘটনায় জড়িত ছিল আশাদুল্লা নাইকু৷ সে দীর্ঘদিন ধরেই হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত৷ এরপরই আশাদুল্লা নাইকু ও তার বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ এমনকী, জঙ্গিদের পরিবারের বারোজনের বেশি আত্মীয়কে পাকড়াও করা হয়৷ পুলিশকর্মীদের আত্মীয়দের অপহরণের পরই পুলিশ বারোজনকে মুক্তি দেয়৷ আশাদুল্লা নাইকুকেও মুক্তি দেয় সেনা৷

[এক ক্লিকেই হাতে মিলবে ‘নমো’র শার্ট, ঘড়ি ও টুপি]

The post ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement