shono
Advertisement

সহ্যের বাঁধ ভেঙেছে! পাক সেনার বিরুদ্ধে চরমতম সিদ্ধান্ত ট্রাম্পের

কী করল ট্রাম্প প্রশাসন?
Posted: 05:03 PM Aug 12, 2018Updated: 05:39 PM Aug 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সবরকমের সহযোগিতার রাস্তা বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বাড়তি খরচ হচ্ছে, এই যুক্তি দেখিয়ে পাক সেনাকে শিক্ষাগত প্রশিক্ষণ ও সামরিক প্রশিক্ষণ দেওয়া বন্ধের নির্দেশ দিল পেন্টাগন৷ বিষয়টি নিয়ে ইসলামাবাদ বা ওয়াশিংটনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পিছনের কারণটি ভালই বোঝা যাচ্ছে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞমহলের৷ চিন ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সখ্যতাকে যে ভাল চোখে দেখছে না আমেরিকা, এই সিদ্ধান্ত তারই ফলাফল বলে মনে করছে তারা৷

Advertisement

[দেশের স্বার্থ সবার আগে, ‘বন্ধু’ ইমরানের শপথ মঞ্চে থাকছেন না গাভাসকর]

সন্ত্রাস দমনের বদলে আর্থিক নিরাপত্তা দানের শর্তে পাকিস্তানকে ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দিত আমেরিকা৷ যা গত মাসেই বন্ধ করেছেন প্রেসিডেট ট্রাম্প৷ এবার পাক সেনাকে প্রশিক্ষিত করার কাজও বন্ধ করলেন তিনি৷ জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম খাতে, পাকিস্তানের জন্য গত পনেরো বছরে আমেরিকা খরচ করেছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার৷ এর পুরোটাই নষ্ট হয়েছে বলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মার্কিন সেনার এক উচ্চপদস্থ আধিকারিক৷ তাঁর মতে, এই আর্থিক সাহায্যের বিনিময়ে জঙ্গি দমনে ভূমিকা নেওয়ার কথা ছিল ইসলামাবাদের৷ কিন্তু এই কাজে  সম্পূর্ণ ব্যর্থ সেই দেশ৷ ওই আধিকারিকের ক্ষোভ, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ গ্রহণ তো দূরে থাক, নিজেদের দেশকে সন্ত্রাসীদের জন্য স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে পাকিস্তান৷ ফলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করছেন তাঁরা৷

[চিনের উপর নজরদারিতে অর্ধশতক আগে গোপন অভিযান ইন্দো-মার্কিন গোয়েন্দাদের!]

কেবল এই একটা কারণেই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই যুক্তি মানতে নারাজ আন্তর্জাতিক মহল৷ বিশেষজ্ঞদের মতে, এর পিছনে কাজ করছে চিন ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সখ্যতা৷ প্রসঙ্গত, একদিকে বেজিং-এর সঙ্গে যৌথ ভাবে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি করছে ইসলামাবাদ ও বেজিং৷ তাঁদের মধ্যে তৈরি হয়েছে বন্ধুত্বের সম্পর্ক৷ অন্যদিকে, তাঁদের কায়দায় পাক সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাওয়ালপিণ্ডির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে মস্কো৷ রুশ সেনার মিলিটারি ট্রেনিং স্কুলেই হবে সেই প্রশিক্ষণ৷ এতে হতবাক হয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ বিষয়টি যে ভারতের পক্ষে সুখকর নয় তাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement