shono
Advertisement
The Roshans Docu Series

পরিবারের সিক্রেট ফাঁস করবেন হৃতিক! নেটফ্লিক্সে এবার রোশন পরিবারের অন্দরমহলের গল্প

কী কী সিক্রেট ফাঁস হবে?
Published By: Suparna MajumderPosted: 03:45 PM Dec 04, 2024Updated: 05:39 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' হৃতিক রোশন। কাজের ফাঁকে যখনই সময় পান, পরিবারের সঙ্গেই সময় কাটান। এমনকী, প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও তাঁর খুব ভালো সম্পর্ক। তবে এবারে পরিবারের সিক্রেট নেটফ্লিক্সের (Netflix) দর্শকদের সামনে ফাঁস করতে চলেছেন বলিউডের 'গ্রিক গড'। কারণ সেখানেই আসছে 'দ্য রোশনস' তথ্যচিত্র (The Roshans Docu Series)।

Advertisement

খান, কাপুরদের পাশাপাশি বলিউডে রোশন পরিবারের অবদানও কম নয়। রাকেশ রোশন একসময় চুটিয়ে অভিনয় করেছেন। তার পর প্রযোজনা-পরিচালনা। রাজেশ রোশন সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর পর যখন হৃতিক রোশন 'কহো না প্যায়ার হ্যায়' বলেন, সারা ভারতবর্ষের মন জয় করে নেন। এসব গল্প অনুরাগীদের জানা। তবে এবার কিছু অজানা গল্পও 'দ্য রোশনস' তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ্যে আসবে বলে খবর।

বুধবারই তথ্যচিত্রের ফার্স্টলুক সোশাল মিডিয়ায় শেয়ার করেন হৃতিক রোশন (Hrithik Roshan)। সাদা-কালো সেই ছবিতে বাবা রাকেশ রোশন ও কাকা রাজেশ রোশনের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেতা। নেপথ্যে রয়েছে তাঁর দাদু রোশনের ছবি। নিজের এই পোস্টের ক্যাপশনে হৃতিক লিখেছেন, 'ভালোবাসা ও উত্তরাধিকারের মধ্যে চলতে থাকা এক সফর যা হিন্দি সিনেমাকে গান, ম্যাজিক ও না ভুলতে পারা একাধিক মুহূর্ত উপহার হিসেবে দিয়েছে।' 

 

উল্লেখ্য, এর আগে যশরাজ ফিল্মসের গল্প নেটফ্লিক্সের তথ্যচিত্রে দেখা গিয়েছে। সেই তথ্যচিত্রের নাম ছিল 'দ্য রোম্যান্টিকস'। এর পর আমাজনে প্রাইম প্ল্যাটফর্মে আসে 'অ্যাংরি ইয়াং মেন'। এই তথ্যচিত্রে বলিউডের বিখ্যাত গল্পকার জুটি সেলিম-জাভেদের গল্প তুলে ধরা হয়। এবারে রোশন পরিবারের অন্দরমহলের গল্পের পালা। আর সেখানে কী কী সিক্রেট ফাঁস হবে, তা খুব শিগগিরিই জানা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবারই তথ্যচিত্রের ফার্স্টলুক সোশাল মিডিয়ায় শেয়ার করেন হৃতিক রোশন।
  • সাদা-কালো সেই ছবিতে বাবা রাকেশ রোশন ও কাকা রাজেশ রোশনের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেতা।
Advertisement