shono
Advertisement

হংকংয়ে স্নোডেনকে আশ্রয় দিয়ে মার্কিন রোষে মহিলা, ঠাঁই পেলেন কানাডায়

মার্কিন নজরদারির তথ্য ফাঁস করে সিআইএ-র নজরে ছিলেন এডওয়ার্ড স্নোডেন৷ The post হংকংয়ে স্নোডেনকে আশ্রয় দিয়ে মার্কিন রোষে মহিলা, ঠাঁই পেলেন কানাডায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:00 PM Mar 26, 2019Updated: 09:31 AM Mar 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির গোপন তথ্য ফাঁস করে বিপদে পড়েছিলেন এডওয়ার্ড স্নোডেন৷ বিপদ এখনও কাটেনি৷ আপাতত রাশিয়ার আশ্রয় থাকলেও, সিআইএ তাঁর উপর থেকে নজর সরায়নি৷ তবে এই প্রতিবেদনের মুখ্য চরিত্র স্নোডেন নন, বরং আমেরিকা থেকে পালানোর পর তাঁর প্রথম আশ্রয়দাত্রীর খবর৷ সেই আশ্রয়দাত্রী নিজে এবার নিরাপদ আশ্রয় পেলেন কানাডায়৷ সপরিবারে সেখানকার স্থায়ী বাসিন্দা হলেন৷

Advertisement

                                      [ আরও পড়ুন: ৩০ বছরেই জলশূন্য হবে ব্রিটেন! উষ্ণায়ন নিয়ে সতর্কবার্তা ব্রিটিশ গবেষকদের]

নাম ভানেসা রডেল৷ বছর বিয়াল্লিশের হংকং নিবাসী মহিলা৷ ২০১৩ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থার তাড়া খেয়ে যখন আমেরিকা থেকে পালিয়ে যান স্নোডেন, সেসময় প্রথম আশ্রয় পেয়েছিলেই এই ভানেসার কাছেই৷ সঙ্গে ছিলেন ভানেসার কয়েকজন বন্ধুবান্ধব৷ তারপর থেকে মার্কিন গোয়েন্দাদের নজরে ছিলেন ভানেসা ও তাঁর বন্ধুরা৷ ছোট মেয়ে কিয়ানাকে নিয়ে দিন কাটত আতঙ্কে৷ ফিলিপিন্সের নাগরিক ভানেসা বুঝতে পারছিলেন, হংকং তাঁর জন্য আর নিরাপদ নেই৷ বোঝামাত্রই নিরাপদ জায়গা খুঁজতে শুরু করেছিলেন৷ আবেদন করছিলেন বিভিন্ন দেশে৷ ততদিনে স্নোডেন রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে থাকতে শুরু করেছেন৷ তবে প্রথম আশ্রয়দাত্রীকে ভোলেননি৷

জানুয়ারিতে কানাডায় শরণার্থীর পরিচয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন ভানেসা রডেল৷ এই কাজে তাঁর পাশে ছিলে এক স্বেচ্ছাসেবী সংগঠন, যাঁরা উদ্বাস্তুদের নিয়ে কাজ করে৷ তাতেই রাস্তা অনেকটা পরিষ্কার হয়েছে৷ সেই আরজি মঞ্জুর করে ফিলিপিন্সের নাগরিক ভানেসাকে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে কানাডা প্রশাসন৷ সোমবার হংকং থেকে বিমানে টরেন্টো পৌঁছান ভানেসা এবং মেয়ে কিয়ানা৷ বিমানবন্দরে পা রেখেই ভানেসার প্রথম প্রতিক্রিয়া, ‘এবার আমি মুক্ত, নিরাপদ৷ মেয়েটাকে নিয়ে শান্তিতে জীবন কাটাব৷ কানাডা প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ৷’ তাঁর ছোট মেয়ে কিয়ানার ভবিষ্যতের কথা ভেবেই জলদি এই সিদ্ধান্ত বলে কানাডার সরকারি সূত্রে খবর৷ যদিও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবিষয়ে মুখ খোলেননি৷

                                         [ আরও পড়ুন:  ভেস্তে গেল বিদ্রোহীদের সঙ্গে বৈঠক, ব্রেক্সিট নিয়ে বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ]

সম্প্রতি শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের জন্য কানাডা প্রশাসন বেশ সহানভূতিশীল৷ মাস দুই আগে সৌদি আরবে পরিবারের অনুশাসন ভেঙে পালিয়ে আসা তরুণীকে আশ্রয় দিয়েছে কানাডা৷ এবার শরণার্থীর মর্যাদায় স্থায়ী আশ্রয় প্রদান ফিলিপিন্সের বাসিন্দা ভানেসা রডেলকে৷ আন্তর্জাতিক মহলের একাংশের মত, জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর হওয়ার পর এধরনের বিষয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে৷ কানাডার এমন ভূমিকা বিশ্বের দরবারে বেশ প্রশংসিত হয়েছে৷

The post হংকংয়ে স্নোডেনকে আশ্রয় দিয়ে মার্কিন রোষে মহিলা, ঠাঁই পেলেন কানাডায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement