নিউ ফান্ড অফার হিসাবে আবির্ভূত হয়েছে আদিত্য বিড়লা সান লাইফ কনগ্লোমারেট ফান্ড। বাজারে এই নিয়ে চাহিদাও রয়েছে বেশ। লগ্নির আগে যে যে তথ্য না জানলেই নয়, তারই সংকলন করল টিম সঞ্চয়
কেবলমাত্র বৃহৎ ব্যবসা গোষ্ঠীর স্টকে যদি লগ্নি করতে চান, তাহলে আপনার দরকার হবে আদিত্য বিড়লা সান লাইফ কনগ্লোমেরেট ফান্ড। বেশ কয়েকটি বড় বিজনেস গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজার। নিউ ফান্ড অফার হিসাবে আত্মপ্রকাশ করেছে গত ৫ই ডিসেম্বর। এনএফওটি খোলা থাকবে আগামী ১৯ তারিখ পর্যন্ত বলে জানা যাচ্ছে।
ফান্ডটির সম্ভাব্য পোর্টফোলিওতে যা থাকতে পারে তার আন্দাজ দেওয়া হল সঙ্গের চার্টে। যে ধরনের বিজনেস গ্রুপ (কনগ্লোমারেট) এখানে প্রাসঙ্গিক হতে পারে –
অবশ্য এইগুলো ছাড়াও আদিত্য বিড়লা গ্রুপও তালিকাভুক্ত রয়েছে, ফান্ড সূত্রে জানা গিয়েছে। এরই সঙ্গে এও বলা হয়েছে, বৃহৎ গোষ্ঠীর নিজস্ব অবদান আছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও একগুচ্ছ ছোট-বড় সেক্টরে এই জাতীয় গোষ্ঠীর প্রভাব আছে। ফিনান্স, পাওয়ার, ফুড, কনসাম্পশন জাতীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার কথা আলাদাভাবে বলা যেতে পারে। এই প্রসঙ্গে ফান্ডটি সম্বন্ধে কিছু জরুরি তথ্য সাধারণ ইনভেস্টরদের জন্য জানানো হল।
১- এনএফও পিরিয়ড : ৫-১৯ ডিসেম্বর, ২০২৪
২- বেঞ্চমার্ক ইনডেক্স : BSE Select Business Groups Index
৩- রিস্কের মাত্রা : ভেরি হাই
৪- লক্ষ্য : দীর্ঘমেয়াদী সম্পদ গঠন
মূলত ইক্যুইটিতে লগ্নি হবে, উদ্দেশ্য হবে ফান্ডের নীতি মেনে ডাইভারিসিফিকেশন নিশ্চিত করা যাতে ক্যাপিটাল গ্রোথ যথেষ্ট পরিমাণে সম্ভব হয়।
“কনগ্লোমেরেট” অর্থ কী বোঝানো হচ্ছে? বৃহৎ ব্যবসা গোষ্ঠী, প্রধানত মাল্টি-জেনেরেশনাল ব্যবসা, যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বহু গ্রাহকের কাছে পৌঁছানোর চেষ্টা ক্রমাগত করা হয়ে থাকে। নতুন এবং সাবেকি, দুই ধরনের ব্যবসাই এখানে প্রাসঙ্গিক। একাধিক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসার পরিচালকরা বিশ্বের তাবড় প্রযুক্তি ভারতে নিয়ে এসেছেন, স্থানীয়ভাবে কার্যকরী করেছেন। খেয়াল রাখতে হবে, এখানে ফান্ড কর্তৃপক্ষ কোনও বিশেষ মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন না।
বেঞ্চমার্ক: প্রধান পাঁচ সেক্টর – কাকে কত?
১- Infotech 21.18%
২- Oil & Gas 22.07%
৪- Metals 11.83%
৫- Power 10.06%
ক- এক, তিন, পাঁচ বছরের রিটার্ন : 41.81%, 19.34%, 27.7% যথাক্রমে
খ- অ্যাডিশন্যাল বেঞ্চমার্ক : নিফটি ২০০
৫- Nifty 200 - এর এক, তিন, পাঁচ বছরের রিটার্ন : 40.15%, 17.41%, 21.08% যথাক্রমে।