shono
Advertisement

Breaking News

দুঃস্থ শিশুদের প্রসাদ হবেন স্বয়ং গজানন

কারণ শুধু ভক্তিভাবে নয়, এটি তৈরি হয়েছে সেবাধর্মের মিষ্টত্বে৷ The post দুঃস্থ শিশুদের প্রসাদ হবেন স্বয়ং গজানন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 PM Sep 08, 2016Updated: 04:53 PM Sep 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্টখাট্টো নাদুস-নুদুস চেহারা৷ মূষিক বাহন নিয়ে দিব্যি হাসিমুখে বসে তিনি বেদিতে৷ একদন্ত নিয়ে ডানহাতে করছেন অভয়দান৷ ‘গণপতি বাপ্পা’র এই চেহারা সর্বজনবিদিত৷ এতে আবার নতুন কী আছে? আছে রাশি রাশি চকোলেট৷ আজ্ঞে, হ্যাঁ! তিন ফুটের এই গণেশমূর্তিটি সম্পূর্ণ চকোলেট দিয়ে তৈরি৷ তৈরি করেছে লুধিয়ানার এক বেকারি৷

Advertisement

পুরো মূর্তিটি তৈরি করতে বেকারি মালিক হরজিন্দের এস কুক্রেজার লেগেছে ৪০ কিলোগ্রাম বেলজিয়ান চকোলেট৷ শুধুমাত্র ভক্তিভাবে কিংবা নিজের বিঘ্ননাশের জন্য এই মূর্তি তিনি তৈরি করেননি৷ এর নেপথ্যে রয়েছে অন্য কারণ৷

পুজো শেষে এই মূর্তি বিসর্জন হরজিন্দের করবেন দুধের মধ্যে৷ দুধ ও চকোলেটের মিশেলে তৈরি করা হবে চকোলেট মিল্কশেক৷ যা বিতরণ করা হবে দুঃস্থ শিশুদের মধ্যে৷ কারণ লুধিয়ানার বেকারি মালিকের বিশ্বাস, জীবের সেবা মানেই দেবের সেবা৷

The post দুঃস্থ শিশুদের প্রসাদ হবেন স্বয়ং গজানন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement