shono
Advertisement

চরম আতঙ্কে কাটছে দিন, প্রাণ বাঁচাতে নাম বদলের ভাবনা মুসলিম আমলার

উগ্র হিন্দুত্ববাদীদের রোষ এড়াতে অভিনব ভাবনা মধ্যপ্রদেশের এই আমলার৷ The post চরম আতঙ্কে কাটছে দিন, প্রাণ বাঁচাতে নাম বদলের ভাবনা মুসলিম আমলার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:40 PM Jul 07, 2019Updated: 12:40 PM Jul 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শীর্ষ সরকারি আমলা৷ ক্ষমতার অলিন্দে থাকেন৷ কিন্তু তাও দিন দিন মুসলিমদের উপর বাড়তে থাকা অত্যাচার, রীতিমতো আতঙ্কে ফেলেছে তাঁকে৷ ভয় এতটাই মনের গভীরে ঢুকে গিয়েছে যে, প্রাণ বাঁচাতে নয়া পন্থা খুঁজছেন তিনি৷ এবং অনেক ভাবনা থেকেই একটা উপায়ও পেয়েছেন৷ উগ্র গেরুয়াপন্থীদের হাত থেকে রক্ষা পেতে শেষমেশ নিজের নাম পরিবর্তনের কথা ভাবছেন মধ্যপ্রদেশ সরকারের আমলা নিয়াজ খান৷ যিনি নিজে একজন মুসলিম ধর্মাবলম্বীও বটে৷

Advertisement

[ আরও পড়ুন: তান্ত্রিকের প্ররোচনায় উলঙ্গ হয়ে যজ্ঞ শিক্ষকের, শিশু বলি রুখতে গুলি চালাল পুলিশ]

মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের এই আমলার মতে, এদেশে বসবাসকারী মুসলিমদের জন্য ধীরে ধীরে যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে প্রাণসংশয়ে ভুগছেন তিনি৷ সেজন্যই নাম পরিবর্তনের কথা ভাবছেন৷ শনিবার এ বিষয়ে একাধিক টুইট করেন নিয়াজ খান৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমি সেই সমস্ত মুসলিমের চেয়ে আলাদা হতে চাই, যাঁরা মাথায় টুপি, গায়ে কুর্তা পরেন এবং মুখে দাড়ি রাখেন৷ আমি জানি কোনও সংস্থা বা প্রতিষ্ঠান আমাকে বাঁচাতে পারবে না৷ তাই আমি বলব এই রোষের হাত থেকে বাঁচতে সকল মুসলিমের নাম পরিবর্তন করা উচিত৷ এই হিংসাত্মক জনতার হাত থেকে বাঁচতে, আমাকেও নতুন নাম গ্রহণ করতে হবে৷’’

[ আরও পড়ুন: গায়ে উত্তরীয় পরায় ট্রেনে উঠতে বাধা ৮২ বছরের বৃদ্ধকে, কাঠগড়ায় রেল ]

এখানেই শেষ নয়, নিয়াজ খান এতটাই আতঙ্কিত যে, বলিউডের মুসলিম অভিনেতাদেরও নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি৷ জানিয়েছেন, সিনেমা ও সর্বোপরি নিজেদের আত্মরক্ষার্থে বলিউডের মুসলিম অভিনেতাদেরও নিজেদের নাম পরিবর্তন করা প্রয়োজন৷ তা নাহলে খ্যাতনামা বলি অভিনেতার সিনেমাও লাভের মুখ দেখতে পাবে না৷ এমনকী তাঁদের নিরাপত্তা নিয়েও আশঙ্কার তৈরি হতে পারে৷ সোশ্যাল মিডিয়ায় একজন আমলার এই ধরনের পোস্ট স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের মাথায়৷ ক্ষমতার অলিন্দে থেকে একজন ব্যক্তি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সমালোচনার মুখে পড়েছে গণধোলাই রুখতে কেন্দ্রের ভূমিকা৷ প্রসঙ্গত, সহকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে এর আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন নিয়াজ খান৷ তিনি অভিযোগ করেছিলেন যে, কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে অচ্ছুতের মতো ব্যবহার করে সহকর্মীরা৷ তা নিয়েও তীব্র বিতর্ক ছড়িয়েছিল মধ্যপ্রদেশে৷

The post চরম আতঙ্কে কাটছে দিন, প্রাণ বাঁচাতে নাম বদলের ভাবনা মুসলিম আমলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement