shono
Advertisement

‘যারা এ কাজ করেছে, তাদের দায়িত্ব নিতে হবে’, গাজার হাসপাতালে হামলায় নিন্দায় সরব মোদি

নৃশংস হামলায় মৃত্যু হয়েছে পাঁচশোর বেশি মানুষের!
Posted: 07:09 PM Oct 18, 2023Updated: 07:11 PM Oct 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে গাজার হাসপাতালে ভয়ংকর হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। নৃশংস হামলায় মৃত্যু হয়েছে পাঁচশোর বেশি মানুষের! মৃতদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনার তীব্র নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার এই বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেন, “গভীরভাবে মর্মাহত। যাঁরা একাজ করেছেন তাঁদের দায়িত্ব নিতে হবে।”

Advertisement

উল্লেখ্য, হামাসের হামলার পর ইজরায়েলের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। যদিও এদিন হাসপাতালে হামলায় আমজনতার মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বুধবার মোদি এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

[আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর সরকারি কর্মীদের, ৪ শতাংশ DA বৃদ্ধিতে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার!]

আরও যোগ করেন, “চলমান সংঘাতে (হামাস-ইজরায়েল যুদ্ধ) সাধারণ মানুষের হতাহতের ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয়। এই কাজ জড়িতদের ঘটনার দায় নিতে হবে।” গাজার হাসপাতালে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘও। অন্যদিকে বুধবার ইজরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হাসপাতালে হামলা নিয়ে তদন্তের নির্দেশ দিলেও তাঁর বিবৃতি, সম্ভবত অন্য কোনও গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।

এহেন পরিস্থিতিতে ইজরায়েল দাবি করেছে, তারা ওই হামলা করেনি। প্যালেস্টাইনের ইসলামিক জেহাদ জঙ্গি গোষ্ঠী রয়েছে এর পিছনে। নিজেদের দাবির সপক্ষে তারা পেশ করেছে রাডারের তোলা ছবিও।ইজরায়েলি সেনা ছবিগুলি পেশ করে দাবি করেছে, যে সময়ে ওই হাসপাতালে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে সেই সময় আকাশপথে তো বটেই, জমি কিংবা জলপথ কোনও দিক থেকেই হামলা চালায়নি তেল আভিভ। 

[আরও পড়ুন: ‘সরাসরি চুরি’, আদানিদের বিরুদ্ধে ৩২ হাজার কোটির দুর্নীতির অভিযোগ রাহুলের]

প্রসঙ্গত, গাজার আল-আহলি আরব হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। গাজা (Gaza) প্রশাসনের দাবি, হামলায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের (Hamas) অভিযোগ, এই হামলা তেল আভিভের সেনাবাহিনীই চালিয়েছে। এবার সেই দাবি নাকচ করে পালটা দাবি করল ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement