shono
Advertisement

‘প্যান্ট খুলে নেবে গ্রামের লোকেরা’, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হুমকি তৃণমূল নেতার

'তৃণমূলের রুচির পরিচয়', বলছেন বিজেপি সাংসদ।
Posted: 06:30 PM Jan 31, 2023Updated: 06:30 PM Jan 31, 2023

দেবব্রত দাস, খাতড়া: কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার গ্রামে গেলে সাধারণ মানুষ প্যান্ট খুলে নেবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) নেতা রেজাউল খান। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে প্রকাশ্য সভায় বিজেপি সাংসদের নাম ধরে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইন্দপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে।

Advertisement

তালডাংরা বিধানসভার অন্তর্গত ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতের আড়ালডিহি এলাকায় সোমবার সন্ধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়েছিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বিধায়কের সঙ্গে ছিলেন রেজাউল খান। বিধায়কের উপস্থিতিতেই সেখানে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করতে শোনা গিয়েছে। যদিও রেজাউল এটাকে হুমকি বা হুঁশিয়ারি বলে মানতে নারাজ। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী অবশ্য দাবি করেছেন, সুভাষ সরকার ‘দিদির দূত’রা গ্রামে গেলে গাছে বেঁধে রাখার কথা বলেছিলেন। পালটা রেজাউল এমন মন্তব্য করেছেন।

[আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের কাজে চূড়ান্ত বিরক্ত, SIT আধিকারিককে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

ইন্দপুর ব্লকের আড়ালডিহি এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে বলতে শোনা গিয়েছে, “দিদির দূতরা গ্রামে এলে সুভাষ সরকার গাছে বেঁধে পেটানোর কথা বলছেন। উনি নিজে একা গ্রামে এসে দেখুন না। গ্রামে এলে সাধারণ মানুষ সুভাষ সরকারের প্যান্ট খুলে নেবে। ৪০টা সিকিউরিটি নিয়ে ঘুরছেন কেন? সাধারণ মানুষের জন্য তো কোনও কাজ করেননি। একা গ্রামে যান। দেখবেন আপনার প্যান্ট খুলে নেবে গ্রামের লোকেরা।” কেন্দ্রীয় মন্ত্রীর ‘প্যান্ট খুলে নেওয়ার’ এমন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।

যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের দাবি, “তৃণমূল জমানায় সব কাজে দুর্নীতি হয়েছে। এখন দিদির দূতরা গ্রামে গেলে সাধারণ মানুষ গাছে বেঁধে রাখবে। সেটাই কয়েকদিন আগে বলেছি। প্যান্ট খোলার কথা বলে তৃণমূল ওদের রুচির পরিচয় দিয়েছে।” রেজাউল খান অবশ্য দাবি করেছেন, “সুভাষ সরকারের প্যান্ট আমি খুলে নেব বলিনি। সুভাষ সরকার এলাকার সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এলাকার উন্নয়নে তাঁর দেখা মেলে না। উলটে দিদির দূতরা গ্রামে গেলে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন। তাই ৪০ টা সিকিউরিটি নিয়ে গ্রামে না গিয়ে একা যেতে বলেছি। তাহলে গ্রামের মানুষ ওঁর প্যান্ট খুলে নেবেন।”

[আরও পড়ুন: ট্রেনে চেপে লুকোচুরি, ঘুম-গুলিতে জালে ‘পবনপুত্র’ হনুমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার