Advertisement
আলিপুর জেল মিউজিয়ামে তৃণমূল মন্ত্রী ও বিধায়করা, স্পিকারের আমন্ত্রণ ফেরাল বিজেপি
বিধায়কদের আলিপুর জেল মিউজিয়াম পরিদর্শন নিয়ে জারি রাজনৈতিক তরজা।
মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার অধিবেশন শেষে সকলে মিলে ওই মিউজিয়াম দেখতে যাবেন। সেই অনুযায়ী মিউজিয়াম পরিদর্শনে যান তাঁরা।
ফিরহাদ হাকিম বলেন, "আমাদের দলের বিধায়করা সবটা ঘুরে দেখেছেন। খুবই ভাল লেগেছে। তাঁরা আবার আসবেন। বিরোধীদের বলা হয়েছিল। তবে বিরোধীরা এল না। বুধবারও মনোজ টিগ্গা জানিয়েছেন তাঁদের যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতি তেমন নয় বলে তাঁরা যাননি।"
২০১৯ সালে আলিপুর জেল বন্ধ হয়ে যাওয়ায় বন্দিদের বারুইপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। ওই জেলের ঐতিহাসিক অংশগুলি দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলে রাজ্য সরকার।
Published By: Sayani SenPosted: 06:27 PM Nov 30, 2022Updated: 06:27 PM Nov 30, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
