ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী মাসের গোড়াতেই দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল দিল্লি উড়ে যাবেন অভিষেক। শহরে ফিরবেন ৫ এপ্রিল। যা খবর, মূলত সংসদে যোগ দিতেই রাজধানী যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে তাঁর আরও কিছু কর্মসূচিও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল সাংসদরা। এমনকী কেন্দ্রের আবাস যোজনার অর্থ থেকে রাজ্যের বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ঘাটালের সাংসদ দেবও। এমত অবস্থায় সংসদে যোগ দিয়ে অভিষেক কোন ইস্যুতে সরব হন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
[আরও পড়ুন: রাজভবনে এবার প্রবেশাধিকার সাধারণ মানুষেরও, মমতার হাতে চাবি দিলেন রাষ্ট্রপতি]
তৃণমূল আগেই জানিয়েছিল লোকসভা নির্বাচনের তারা একক ভাবে লড়াইয়ের নীতিই নিচ্ছে। বিশেষত কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা কার্যত খারিজই করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর তাঁর সমর্থনে সুর চড়িয়েছে তৃণমূলও। সেই আবহেই দিল্লি যাচ্ছেন রাহুল। জাতীয় রাজনীতিতে বদলাতে শুরু করেছে অনেক সমীকরণ। সেই আবহে অভিষেকের দিল্লিযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে, বুধবার শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব নিয়ে জনসভা রয়েছে অভিষেকের। এই সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি রাহুল গান্ধী নিয়ে কোনও মন্তব্য করেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনীতিবিদদের।