shono
Advertisement
TMC

পুলিশ সেজে মাছ-সবজি লুট ২ তৃণমূল কর্মীর! নিউ বারাকপুরে শোরগোল

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল ওই দুজনের বিরুদ্ধে।
Published By: Paramita PaulPosted: 04:32 PM Mar 08, 2025Updated: 04:32 PM Mar 08, 2025

অর্ণব দাস, বারাকপুর: পুলিশ সেজে ব্যবসায়ীদের কাছ থেকে মাছ-সবজি লুট দুই তৃণমূল কর্মীর! আবার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল ওই দুজনের বিরুদ্ধে। শনিবার সকালে নিউ বারাকপুর পুরসভার কাছের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে চিহ্নিতও করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ নিউ বারাকপুর পুরসভার কাছে ৮ নম্বর রেলগেটের কাছে তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস নিজেদের পুলিশের সাব ইন্সপেক্টরই পরিচয় দেয়। এরপর সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মফিজুল গাজিকে গাঁজা-কেস দেওয়ার ভয় দেখিয়ে মারধর করে। তাঁদের কাছে থাকা ৬ হাজার টাকা তোলা ও ৪০ কেজি মাছ ছিনতাই করে বলে অভিযোগ। যদিও পরে জানা যায়, মাছের ক্রেটগুলি আর নিয়ে যায়নি ওই দুজন। বরং সেখান থেকে কিছু মাছ নিয়ে চম্পট দেয় তারা।

এরপর ওই দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে নিউ বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী। সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে ইতিমধ্যে তদন্তে নেমেছে নিউ বারাকপুর থানার পুলিশ। ইতিমধ্যে ওই সিসিটিভি ফুটেজ দেখে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি, নিউ বারাকপুর পুরসভার তৃণমূল পুরপ্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সেজে ব্যবসায়ীদের কাছ থেকে মাছ-সবজি লুট দুই তৃণমূল কর্মীর!
  • মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল ওই দুজনের বিরুদ্ধে।
  • পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement