shono
Advertisement

বাম্পার পুজো অফার, প্রায় অর্ধেক দামে মোবাইল দিচ্ছে Amazon, কোন ব্র্যান্ড কতটা সস্তা?

পুজোর মরশুমে অনলাইনে অর্ধেক দাম!
Posted: 05:16 PM Oct 18, 2023Updated: 06:28 PM Oct 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের পৃথিবীতে কিপ্যাড ফোনের (Keypad Phone) চাহিদা অনেকটাই কমেছে। তবু এই ফোন যে বাজার থেকে একেবারে উঠে যায়নি, তার কারণ এখনও একশ্রেণির মানুষ তা ব্যবহার করেন। কারও স্মার্টফোনের দরকার নেই, অনেকে আবার অন্তর্জাল ও সামাজিকমাধ্যমে আসক্ত হওয়ার ভয়ে পুরনো মোবাইল ফোন ব্যবহার করেন। এছাড়াও প্রবীণ গ্রাহকদের মধ্যে কিপ্যাড ফোনের চল রয়েছে। পুজোর মরশুমে তাদের জন্য ভালো খবর, অনলাইনে শুরু হয়েছে বা্ম্পার সেল। অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে কিপ্যাড ফোন। চাইলেই কিনতে পারেন। কোন ব্র্যান্ডের ফোনের দাম কীরকম?

Advertisement

Nokia
ফেস্টিভ্যাল অফার দিচ্ছে আমাজন। সেখানে নোকিয়া কোম্পানির ALL-New 105 সিঙ্গল সিম কিপ্যাড ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১২৯৯ টাকা দামে। যার আসল দাম ১৫৯৯ টাকা। তেমনই Nokia 5310 ফোনের আসল দাম ৪২৯৯ টাকা হলেও পুজোর মুখে পাওয়া যাচ্ছে ৩৪৯৯ টাকায়। এই ফোনে রয়েছে MP3 প্লেয়ার, FM রেডিও এবং রিয়ার ক্যামেরা।

[আরও পড়ুন: হু হু করে বিকোচ্ছে গড়পঞ্চকোটের কাঠের দুর্গা, বিপুল লক্ষ্মীলাভ শিল্পীর]

Jio

JioBharat B1 4G ফোনের আসল দাম ১,৯৯৯ টাকা। তবে পুজো অফারে এত বেশি টাকা খরচ করতে হবে না। অনলাইনে মাত্র ১২৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহক। এই ফোনে কেবলমাত্র জিও সিমকার্ড ব্যবহার করা যাবে। ফোনে রয়েছে 2000mAh ব্যাটারি এবং ডিজিটাল ক্যামেরা।

[আরও পড়ুন: দুর্গা গড়েন ‘দুগ্গা’রা! উৎসবের মরশুমে মুখোশ বেচে স্বনির্ভর চড়িদার নারীরা]

Motorola

২২ শতাংশ দাম কমেছে Motorola A10e-র। আসল দাম ১৫৯৯ টাকা। উৎসবের অফারে মিলছে মাত্র ১২৪৯ টাকায়। ফোনটিতে রয়েছে 800mAh ব্যাটারি। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। অতএব, আর দেরি না করে এখনও অনলাইনে অর্ডার দিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement