shono
Advertisement

উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পন্থা সংসদের

স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি৷ The post উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পন্থা সংসদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM Mar 12, 2017Updated: 11:33 AM Mar 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া পন্থা সংসদের৷ নির্দিষ্ট সময়ের আগে কেউ গোপনে প্রশ্নপত্রের প্যাকেট খুললে বার্তা চলে যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে৷ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলিতে চলবে কড়া নজরদারি৷ প্রতিটি প্যাকেটে থাকছে বিশেষ ‘কোড’৷ ওই কোড মারফতই প্রশ্নপত্রের প্যাকেটগুলি ‘ট্র্যাক’ করবে সংসদ, জানিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস৷

Advertisement

এছাড়াও কড়া নজরদারি চালাতে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি বসানো হচ্ছে বলেও জানান সভাপতি৷ প্রায় আট লক্ষের মতো পরীক্ষার্থী নিয়ে আগামী ১৫ মার্চ, বুধবার থেকে কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে পরীক্ষা৷ কয়েকদিন আগেই মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের কিছু অংশ মোবাইল অ্যাপ মারফত পরীক্ষা শুরুর কিছু আগে বাইরে চলে এসেছিল বলে অভিযোগ ওঠে৷

পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন ও সংসদ৷ পরীক্ষার্থীরা তো বটেই, শিক্ষক-অশিক্ষক কর্মী কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না পরীক্ষাকেন্দ্রে৷ শুধুমাত্র সুপারভাইজাররা সংসদের সঙ্গে যোগাযোগের স্বার্থে মোবাইল ব্যবহার করতে পারবেন৷ আঁটসাঁট নিরাপত্তার স্বার্থে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের প্যাকেট৷ পরিচয়পত্র ব্যতীত কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না৷ চারিদিকে জারি থাকবে ১৪৪ ধারা৷ থাকবে কড়া পুলিশি প্রহরা৷ প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত সংখ্যায় রাখা হচ্ছে মহিলা পুলিশ৷

(ভাল খাবার-টিভির দাবিতে লস্কর জঙ্গির অনশন জেলে)

The post উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পন্থা সংসদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement