shono
Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়িতে উলটে গেল ডিম ভরতি ট্রাক, কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের

নষ্ট কয়েকহাজার ডিম।
Posted: 06:35 PM May 16, 2022Updated: 07:47 PM May 16, 2022

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মাঝরাস্তায় উলটে গেল ডিম বোঝাই ট্রাক। রাস্তায় ছড়িয়ে পড়ল কয়েকহাজার ডিম। সেই ডিম নিয়ে কাড়াকাড়ি স্থানীয়দের মধ্যে। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে।

Advertisement

জানা গিয়েছে, অন্ধপ্রদেশ থেকে অসম যাচ্ছিল ডিম বোঝাই ট্রাকটি। সোমবার সকালে শিলিগুড়ির ফুলবাড়ির আমাইবাড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটা উলটে যায়। স্বাভাবিকভাবেই ডিম সব ছড়িয়ে যায় রাস্তায়। ভেঙে যায় হাজার হাজার ডিম। এদিকে দুর্ঘটনা টের পেতেই রাস্তায় জড়ো হন স্থানীয়রা। দেখেন রাস্তায় পড়ে রয়েছে হাজার হাজার ডিম। স্বাভাবিকভাবেই চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

[আরও পড়ুন: ভরদুপুরে বারাকপুরে বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, জখম ক্রেতা ও কর্মী]

সেই সময় ডিম কুড়তে শুরু করেন স্থানীয়রা। রীতিমতো কাড়াকাড়ি শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আধিকারিকরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ওপরে উলটে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও সহকারি চালক। লরির চালক চালিয়েছেন, কয়েকহাজার ডিম নষ্ট হয়েছে। কয়েকলক্ষ টাকা নষ্ট।

[আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে, ছেলের পচাগলা দেহ আগলে বসে রইলেন বৃদ্ধা মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার