shono
Advertisement

প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরু ও গুরগাঁওয়ে জনজীবন ব্যাহত

বৃষ্টির জেরে বেঙ্গালুরু এবং গুরগাঁওয়ে পথেঘাটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ৷ The post প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরু ও গুরগাঁওয়ে জনজীবন ব্যাহত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Jul 29, 2016Updated: 04:47 PM Jul 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন এরাজ্যে বৃষ্টির আশায় দিন গুনছে মানুষ৷ আর বর্ষা চোখের সামনে এসেও ঠিক ধরা দিচ্ছে না, তখন দেশেরই দুই শহরে বর্ষার তীব্র প্রভাবে জনজীবন ব্যাহত৷ গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে বেঙ্গালুরু এবং গুরগাঁওয়ে পথেঘাটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ৷ একটানা বৃষ্টির ফলে বেঙ্গালুরুর রাস্তাগুলি চলে গিয়েছে জলের তলায়৷ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত৷ পাশাপাশি আইটি কোম্পানিগুলিতে কর্মরতরা আটকে পড়েছেন তীব্র বর্ষণের ফলে৷ তাই তাঁদের উদ্ধারের কাজে নৌকো নামানো হয়েছে রাস্তায়৷

Advertisement

অন্যদিকে, গুরগাঁওয়েও বৃষ্টির জেরে একই অবস্থা৷ একটানা বৃষ্টির জেরে এমনই ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে, যে প্রায় ১৭ ঘণ্টা ধরে গাড়ি ট্রাফিকে আটকে রয়েছে৷ পরিবহন ব্যবস্থার এহেন বেহাল দশা সচরাচর সেখানে দেখা না গেলেও কয়েকদিনের বর্ষার জেরে এমন অবস্থা কীভাবে তৈরি হল তা নিয়ে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস৷ বর্ষার ফলে পরিবহনের এমন বেহাল দশার জন্য তাঁরা বিজেপিকেই দায়ী করেছে৷ শুধু তাই নয়, বর্ষার ফলে জল সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত৷ স্থানীয় স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে৷ পাশাপাশি এই দুর্যোগের সময় দিল্লি থেকে মানুষ যাতে গুরগাঁওয়ে না যান, তাও বলা হয়েছে সরকারের তরফে৷

জানা গিয়েছে, বাদশাপুর খালে জল বেড়ে যাওয়ায় দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ে জলে ডুবে গিয়েছে৷

The post প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরু ও গুরগাঁওয়ে জনজীবন ব্যাহত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement