shono
Advertisement

Breaking News

গ্রুপ লিগে অপরাজিত, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত

গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয়। The post গ্রুপ লিগে অপরাজিত, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 PM Jan 19, 2018Updated: 08:16 AM Jan 19, 2018

জিম্বাবোয়ে- ১৫৪ অল আউট (মিল্টন ৩৬, অনূকূল রায় ৪/২০)

Advertisement

ভারত- ১৫৫/০ (শুভমন গিল ৯০, হার্ভিক দেশাই ৫৬)

ভারত দশ উইকেটে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে দিল মেন ইন ব্লু। ভারতীয় বোলারদের দাপটে কুপোকাত জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা। মাত্র ৩ বলে ২ উইকেট নিয়ে নজর কাড়লেন বাঁ হাতি স্পিনার অনুকূল রায়।

[‘হার্দিক এরকম ভুল করলে আমার সঙ্গে তুলনা করবেন না’]

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বোবোয়ের অধিনায়ক। কিন্তু, ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি। অল্প সময়ের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে চাপ পড়ে গিয়েছিল তারা। চাপের মুখে ইনিংসের হাল ধরার চেষ্টা করছিলেন জিম্বাবোয়ের দুই ব্যাটসম্যান সাম্বে ও রোচে। লম্বা পার্টনারশিপ তৈরির দিকে এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু, মোক্ষম সময়ে মাত্র ৩ বলের ব্যবধানেই সাম্বে ও রোচেকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ভারতের বাঁ হাতি স্পিনার অনুকূল রায়। পরের ওভারে আরও ১টি উইকেট তুলে নেন তিনি। ৬ জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার পর, ম্যাচে ফেরা যেকোনও দলের পক্ষে বেশ কঠিন। ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবোয়েও। এমনকী, ৫০ ওভারও স্থায়ী হয়নি ইনিংস। ৪৯ এভারে প্রতিপক্ষ দলের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ভারতীয় বোলাররা। জিম্বাবোয়ের স্কোর তখন মাত্র ১৫৪। ভারতীয় বোলারদের প্রায় সকলেই দুরন্ত বোলিং করেছেন। তবে মাত্র ৩ বলে ২টি উইকেট নিয়ে আলাদাভাবে নজর কাড়লেন বাঁ হাতি স্পিনার অনুকূল রায়। সবমিলিয়ে ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ টি করে উইকেট নিয়েছেন শিবম মাভি ও আর্শদ্বীপ।

[ফের সাফল্যের শিখরে, আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার বিরাটই]

টি-টোয়েন্টির যুগে ৫ ওভারে মাত্র ১৫৫ রান! ভারতীয় ব্যাটসম্যানদের সামনে কোনও চ্যালেঞ্জেই ছুঁড়ে দিতে পারেননি জিম্বাবোয়ে বোলাররা। কোনও উইকেট না হারিয়ে অনায়াসে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন পৃথ্বী শ অ্যান্ড কোম্পানি। ৯০ ও ৫৪ রানে অপরাজিত থাকেন দুই ওপেনার শুভমান গিল ও হার্ভিক দেশাই। এই সহজ জয়ের সুবাদে বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। কোয়ার্টার ফাইনালে দুর্বল বাংলাদেশকে বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের ক্রিকেটাররা।

[অতীত রোনাল্ডিনহো জাদু, বিশ্ব ফুটবলকে বিদায় তারকার]

The post গ্রুপ লিগে অপরাজিত, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement