সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ফ্রান্সের সঙ্গে এবার যোগ হল ভারতের নাম৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার ভারতের বাজারে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উদ্যোগ নিল অনলাইন ক্যাব সংস্থা উবের৷ আগামী ২০২৩ সালের মাধ্যমে মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরুতে এই পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে অনলাইন ক্যাব পরিষেবা সংস্থা উবের৷
[নতুন রাজ্যপাল আমাদের লোক, প্রকাশ্যেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির]
বৃহস্পতিবার উবের সংস্থার পক্ষ থেকে টোকিওতে জানানো হয়, বিশ্বের পাঁচটি দেশে এই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উদ্দেশ্য রয়েছে তাদের৷ এই দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের আকাশে উড়বে উবেরের নয়া ট্যাক্সি৷ প্রাথমিক ভাবে সংস্থার তরফে জানানো হয়েছে, শুরুতে অবশ্য মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরুতে চলবে এই পরিষেবা৷ সাফল্য পেলে বাকি শহরগুলিতে ধাপে ধাপে আকাশ পথে চালানো হবে এই নয়া ট্যাক্সি৷ ভারত ছাড়া জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ফ্রান্সেও এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন এই ক্যাব সংস্থা৷
[দ্রুত ব্যাংক ঋণ চান? ভারতীয়দের সাহায্যে হাজির গুগল]
নয়া এই ব্যবস্থা চালু করতে আকাশ পথ ঠিক করা থেকে শুরু করে অত্যাধুনিক যান কিনতেও কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ নয়া এই পরিষেবাও মিলবে অ্যাপের মাধ্যমে৷ অনলাইনে বুক করার পর স্বয়ংক্রিয় যানটি পৌঁছে যাবে যাত্রীর নির্ধারিত ঠিকনায়৷ অ্যাপের মাধ্যমেই গোটা যানটিকে নিয়ন্ত্রণও করতে পারবেন যাত্রীরা৷ দিনে দিনে বেড়ে চলা যানজটের জেরে সড়কপথে যাত্রা এখন ক্রমশ দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে৷ ফলে, যাত্রী দুর্ভোগ এড়াতেই এই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷
[হোম থেকে অপহরণ, ৩৪ শিশুকে ধর্মান্তরিত করার দায়ে শ্রীঘরে অভিযুক্ত]
The post ২০২৩ সালের মধ্যে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করবে উবের appeared first on Sangbad Pratidin.