সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরুতেই খানিক হোঁচট খেতে হল মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আগাড়িকে। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? সেটাই আসল সমস্যার কারণ। উদ্ধব ঠাকরে চাইছেন, বিরোধী শিবির মহারাষ্ট্রের নির্বাচনে যাক মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেই। কংগ্রেস এবং এনসিপি শিবির সেটা চাইছে না।
কংগ্রেস এবং এনসিবি শিবিরের বক্তব্য, ভোটের আগে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া অপ্রয়োজনীয়। ভোটের পর যে দল বেশি আসন পাবে তাঁদের মধ্যেই কাউকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হবে। কিন্তু শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে শুক্রবার সাফ বলে দিলেন, আগে থেকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করা হলে প্রচার শুরু করা যাবে না। তাই দ্রুত মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা উচিত।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের রাতে বোমার আঘাতে মৃত্যু যুবকের, খুন নাকি দুর্ঘটনা? রহস্য মুর্শিদাবাদে]
উদ্ধব শিবির চাইছে বিধানসভায় তাঁদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোক মহা বিকাশ আগাড়ি। উদ্ধব নিজে সে কথা বলছেন না। তিনি নিজের মুখ নিজের নাম প্রস্তাব না করলেও তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করতেই হবে। তিনি বলছেন, "জোটে যারা বেশি আসন পাবে তাঁদের শিবির থেকে মুখ্যমন্ত্রী হবে। সেই তত্ত্ব অনুযায়ী আমরা এতদিন জোট করে এসেছি। কিন্তু বিজেপির সঙ্গে জোটের অভিজ্ঞতা ভালো নয় আমাদের। তাই ওই তত্ত্বে আমরা যেতে চাই না। দ্রুত মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা উচিত। কংগ্রেস বা এনসিপি যাকে মুখ করবে, তাঁদের সমর্থন করতে কোনও আপত্তি নেই। " উদ্ধব সাফ বলছেন, "কংগ্রেস যদি পৃথ্বীরাজ চৌহান বা এনসিপি যদি শরদ পওয়ারকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে, আমাদের তাহলে কোনও আপত্তি নেই। আমরা অকুন্ঠ সমর্থন করব।"
[আরও পড়ুন: মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলো]
উল্লেখ্য, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য পেয়েছে বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। বিজেপি জোট পেয়েছে মাত্র ১৭ আসন। কিন্তু লোকসভাতেও বিরোধী শিবিরের জোট মসৃণ ছিল না। বিধানসভায় সেটা না হলে সমস্যা আরও বাড়তে পারে। উদ্ধবের এই মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণার দাবি জটিলতা বাড়াতে পারে।