shono
Advertisement

আধার নম্বর ব্যবহার করে কি জালিয়াতি সম্ভব?

কী বলছে কেন্দ্র? The post আধার নম্বর ব্যবহার করে কি জালিয়াতি সম্ভব? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Mar 05, 2017Updated: 03:31 PM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI স্পষ্ট জানিয়ে দিল, আধার তথ্য চুরি গিয়ে কারও কোনও আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই৷ UIDAI প্রত্যেকের আধার সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে দায়বদ্ধ৷ গত আড়াই বছর আধারের মাধ্যমে ভরতুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোয় কেন্দ্রের প্রায় ৪৯,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷

Advertisement

শনিবার কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট করেছে, বায়োমেট্রিকের মাধ্যমে কারও আধার তথ্য চুরি যাওয়া বা প্রকাশ্যে আসার কোনও সম্ভাবনা নেই৷ আধার নম্বর ব্যবহার করে গত পাঁচ বছরে ৪০০ কোটিরও আর্থিক লেনদেন হয়েছে, কোথাও কোনও অঘটন ঘটেনি৷

UIDAI আরও জানিয়েছে, তাদের কাছে গচ্ছিত প্রত্যেক ভারতীয় নাগরিকের তথ্য নিয়মিত খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়৷ তাদের ডেটাবেস হ্যাক করা কার্যত অসম্ভব৷ সংস্থার দাবি, “আধার নির্ভর পরিচয় ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ৷ আধার নিয়ামক কর্তৃপক্ষ যে কোনও বেনিয়ম হলেই কড়া ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম৷” সম্প্রতি একটি সংবাদপত্রে বায়োমেট্রিক সংক্রান্ত জালিয়াতির অভিযোগ ওঠার জবাব দিল UIDAI, মনে করছেন বিশেষজ্ঞরা৷

(উর্জিত প্যাটেলকে ই-মেলে খুনের হুমকি, ধৃত সন্দেহভাজন)

The post আধার নম্বর ব্যবহার করে কি জালিয়াতি সম্ভব? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement