shono
Advertisement

সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ

আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 05:01 PM Jan 02, 2024Updated: 05:02 PM Jan 02, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করে প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দিয়েও পাননি সরকারি চাকরি। মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বধূ। নদিয়ার শান্তিপুরের সাহেবডাঙায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

বছর তিরিশের সুমনা ধাবক সাহেবডাঙার বাসিন্দা। কয়েক বছর আগে বিয়ে হয় তাঁর। সোমবার সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে সুমনার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের লোকজনের দাবি আত্মহত্যা করেছেন বধূ।

[আরও পড়ুন: বাস্তববোধ ছিল না, চিনের প্রতি রোম্যান্টিকতায় ভুগতেন নেহেরু! খোঁচা জয়শংকরের]

স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্বাস আলি জানান, সুমনার স্বামী সরকারি চাকরি করেন। সুমনাও সরকারি চাকরির স্বপ্ন দেখতেন। তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাও দেন। সাফল্য আসেনি। চাকরি না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন সুমনা। বধূর স্বামী বার বার বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। অবশেষে চরম সিদ্ধান্ত নেন বধূ। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার