সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মথুরায় ভেঙে পড়ল একটি বাড়ি। রবিবার বিকেলে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই নাবালিকা-সহ তিন জনের। আহত হয়েছেন আরও এক যুবক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, এখনও সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। নির্মাণে ভুলের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে পুরসভা।
জানা গিয়েছে, রবিবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। সেই সময় বাড়ির ভিতরেই ছিল দুই নাবালিকা-সহ চারজন। প্রত্যেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। কোনওরকমে চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তিনজনের। আহত এক যুবক ওই হাসপাতালেই চিকিৎসাধীন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃতদের নাম তোতারাম (৩৮) যশোদা (৬) এবং কাব্য (৩)।
মথুরার জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং বলেন, "বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। তাছাড়া সঠিক নিয়ম মেনে এর নির্মাণও হয়নি। তাই জন্যই বাড়িটি ভেঙে পড়ছে।" পুলিশের তরফে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
