Advertisement
কান কার্পেটে কুনজর রুখতে 'দেশি টোটকা'র শরণাপন্ন আলিয়া, কী করলেন কাপুরবধূ?
ফ্রেঞ্চ রিভেরাঁয় ভিন্টেজ লুকে আলিয়া ভাট। এই ছবিগুলি না দেখলেই মিস!
পরনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পশ্চিমী ভিন্টেজ লুকে বাজিমাত করলেন আলিয়া ভাট।
তবে পোশাকের ক্ষেত্রে পশ্চিমী সংস্কৃতির আশ্রয় নিলেও ফ্রেঞ্চ রিভেরাঁর গালিচায় কুনজর থেকে বাঁচতে দেশি টোটকার উপরই ভরসা রাখলেন রাহার মা। কী করলেন তিনি?
বিশ্বমঞ্চে তারকারা যখন মিষ্টি বলিউড অভিনেত্রীর সারল্যে ভরা সাজপোশাক দেখতে ব্যস্ত, তখন তাঁদের চোখ এড়িয়ে গেল কানের পাশে দেওয়া ছোট্ট কাজলের টিপ! তবে ভারতীয় ভক্তদের নজর এড়ায়নি। কাপুর বাড়ির বউমার ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই খুঁটিয়ে পরখ করেছেন তাঁরা। তাঁদের চোখেই ধরা পড়ল সেই কাজলের টিপ।
প্রথমটায় শোনা গিয়েছিল, দেশে ভারতপাক সংঘাতের অপারেশন সিঁদুর আবহে মন সায় দেয়নি, তাই কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন না আলিয়া, তবে বৃহস্পতিবার রাতেই বোমাটা ফাটালেন কাপুরদের বউমা।
'বস লেডি' অবতারে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। পরনে বেইজ রঙের গুচ্চির স্যুট। চোখে রেট্রো লুকের চশমা। পাপারাজ্জিদের দিকে মিষ্টি হেসে চলে যান তিনি। তবে এই সফরে সঙ্গী নন রণবীর কিংবা রাহা। কান-এর উদ্দেশে একাই উড়ে গিয়েছেন আলিয়া ভাট।
আর শুক্রবার রাতে আলিয়ার কান অভিষেক ঘটতেই নেটপাড়া সরগরম তাঁর লুক নিয়ে। এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার দূত হিসেবেই চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন অভিনেত্রী। তিনি যে বর্তমানে গ্লোবাল স্টার, তা বলাই বাহুল্য।
চব্বিশ সালে মেট গালার মঞ্চে ডেবিউ করেছিলেন। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে পশ্চিমী বিনোদুনিয়ার স্পটলাইট কেড়ে নিয়েছিলেন কাপুরদের বউমা। এবার কান-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।
পাশাপাশি কান-এর লাল গালিচা থেকে ভাইরাল, 'ব্রিজারটন' অভিনেত্রী সিমন অ্যাসলির সঙ্গে আলিয়ার মিষ্টি মুহূর্ত। বলিউড অভিনেত্রী যখন পোজ দিচ্ছিলেন পাশে দাঁড়ানো অ্যাসলি মুগ্ধনয়নে চেয়েছিলেন তাঁর দিকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে হলিউডেও চর্চা জারি বর্তমানে। এককথায়, কান-এ প্রথমবার এলেন, দেখলেন আর মন জয় করলেন আলিয়া ভাট। (ছবি-ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 11:08 AM May 24, 2025Updated: 11:08 AM May 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
