Advertisement
এবছর অ্যাপেলের চমক 17 Pro max, লাইমলাইটে আর কোন গেজেটস? না জানলেই মিস!
সারাবছর জেন-জি'র পছন্দের তালিকায় ছিল এই গেজেটগুলোই।
ক্যালেন্ডার বলছে ডিসেম্বর শেষের পথে। এটাই গোটা বছরের পাওয়া-না পাওয়ার হিসেব মেলানোর সময়। কিন্তু শুধু সুখ-দুঃখের হিসেব মেলালে হবে নাকি! প্রযুক্তি নির্ভর দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বছরভর বাজারে এসেছে আকর্ষণীয় বহু ফোন-গেজেটস। যা কাজ আরও সহজ করে তুলেছে। ফলে সেগুলো ভুললে তো চলবে না। তাই বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ একঝলকে দেখে নিন ২০২৫-এর সেরা গেজেটসের তালিকায় জায়গা করে নিল কোনগুলো।
ব্যাঙ্কের কাজ থেকে অফিস, বন্ধুদের সঙ্গে আড্ডা, যাবতীয় কাজেই প্রয়োজন ফোন। যে কোনও মূহূর্তকে মুঠোবন্দি করার দায়িত্বেও সেই ফোনই! এদিকে চাইলেই তো আর ফোনের পিছনে মোটা অঙ্ক খরচ করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। বছরশেষে পকেট ফ্রেন্ডলি ফোনের কথা বললে Realme Narzo 80 Lite 5G-কে বাদ দেওয়া তাই অসম্ভব। ১১ হাজার টাকারও কম দামের এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ mAh ব্যাটারি-সহ একাধিক আকর্ষণীয় ফিচার।
সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ বলতে যা বোঝায়, তা এনে দিয়েছে Motorola। বছরভর বাজারে এনেছে একাধিক ফোন। যার ফিচার তাবড় তাবড় ব্র্যান্ডকে টেক্কা দিতে পারে। সেই তালিকায় রয়েছে সস্তায় পুষ্টিকর Motorola G96 Power। কুড়ি হাজারের কম দামের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে 4k ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
বাজারে এসে কয়েকবছরেই সকলের মন কেড়েছে Nothing। বাজেটের মধ্যে স্বপ্ন পূরণ করেছে এই ব্র্যান্ড। এবছরে বাজারে আসা Nothing CMF Phone 2 Pro-তে রয়েছে ট্রিপল প্রাইমারি ক্যামেরা। যার দুটি ৫০ মেগাপিক্সেল।
সেলফি লাভারদের পছন্দের তালিকার শীর্ষে বরাবরই থাকে Vivo। আমজনতার কথা মাথায় রেখে প্রতিবছরও নতুন ফোন লঞ্চে ক্যামেরার ফিচারে বিশেষ গুরুত্ব দেয় এই সংস্থা। এবারও যে তার অন্যথা হয়নি তার প্রমাণ Vivo T4R। চলতি বছর বাজারে আসা এই মডেলে রয়েছে 10x জুমের সুবিধা।
চলতি বছরে বেশ কয়েকটি হাই বাজেটের ফোন এনেছে স্যামসাং। তবে এই সংস্থা কিন্তু ভোলেনি মধ্যবিত্তের কথাও। তাই লঞ্চ করেছে Samsung M36-এর মতো বাজেট ফ্রেন্ডলি মডেল। যাতে রয়েছে ট্রিপল প্রাইমারি ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি।
প্রতিবছরই সেপ্টেম্বরে ফোনের নতুন মডেল লঞ্চ করে অ্যাপেল। এবারও তার অন্যথা হয়নি। এসেছে iPhone 17, iPhone 17 ও iPhone 17 max। একটা সময়ে মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে থাকা আইফোন কিন্তু এখন প্রায় সকলের পকেটেই। বহু মানুষই আছেন, যারা নেহাত শখের বসেই আইফোনের ফিল নিতে চেয়ে একবার কেনেন। তবে আইফোন প্রেমীদের সংখ্যাও কিন্তু কম নয়। প্রতিবছরই পুরনো ফোন বদলে আইফোনের লেটেস্ট মডেলটি কিনতে ভুল করেন না এরা। তাঁদের জন্য রইল iPhone 17 pro max-এর খুঁটিনাটি।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বেড়ে চলেছে। আর চলতি বছরে চর্চায় আসা Ring Mouse এরই প্রমাণ। এখন কাজের অবসর যাপনের রসদ হয়ে উঠেছে রিল, সোশাল মিডিয়া-রিল। কিন্তু দিনভর পরিশ্রমের পর স্ক্রল করার এনার্জি টুকুও থাকে না অনেক সময়। সেক্ষেত্রে আদর্শ এই Ring Mouse। আংটির মতো হাতে পরে নিয়ে স্ক্রল হুইলে টাচ করলেই একের পর এক রিল ভেসে উঠবে স্ক্রিনে।
একটা সময় অ্যাপলের যে কোনও গেজেট ছিল মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। কিন্তু সময়-পরিস্থিতি বদলেছে। এখন হাতে হাতে আইফোন, এয়ারপড বললে ভুল বলা হবে না। যারা অ্যাপেলের একাধিক গেজেট ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ চলতি বছরে বাজারে Esr 3 in 1 charging station। এটি ব্যবহার করে একইসঙ্গে চার্জ দিতে পারবেন ফোন, এয়ারপড ও অ্যাপেল ওয়াচ।
ইন্টারনেটের যুগে ছুটির পরও অফিস সঙ্গে নিয়েই বাড়ি যেতে অনেককে। ঘুরতে গেলেও অফিসের কাজ, ডেডলাইন থেকে পুরোপুরি নিস্তার মেলে না। ফলে ভ্যাকেশন মোডেও ল্যাপটপ খুলে বসতে হয়। কিন্তু সেই সমস্যার সমাধান করে দিতে পারে Foldable bluetooth keyboard। মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিলেই কেল্লাফতে। ফোল্ডেবল হওয়ায় এটা ক্যারি করাও খুব সহজ। দামও আয়ত্তের মধ্যে।
Published By: Tiyasha SarkarPosted: 02:48 PM Dec 24, 2025Updated: 02:48 PM Dec 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
