Advertisement
তিন গ্রহের মিলনে রাজযোগ, নতুন বছরে অর্থ-কেরিয়ারে আশাতীত উন্নতি হবে এই ৩ রাশির!
সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রের মতে ২০২৬ সূর্যের বছর!
নতুন বছর, নতুন ভাগ্য নিয়ে আসে! ২০২৫ সাল শেষ। ভালো- মন্দের মিশেলে গড়া আমাদের জীবনও ২৫ সালও খারাপ ভালো মিশিয়ে কেটেছে। নতুন বছরে সবার আশা যেন আগের থেকে আরও ভালো কাটে ২০২৬। কেমন কাটবে নতুন বছর সেই আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। তবে মনে রাখবেন আপনার প্রচেষ্টাই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে।
সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রের মতে ২০২৬ সূর্যের বছর। কেন বলা হচ্ছে এই বছর সূর্যের? পিছনে রয়েছে সংখ্যার খেলা। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ২০২৬ সালের মূলাঙ্ক (যোগফল) হল ১০। ১ ও ০ যোগ করলে হয় ১। সংখ্যা ১-এর অধিপতি সূর্য, তাই এই বছরকে সূর্যের বছর বলা হচ্ছে।
বলা হচ্ছে এই বছর সূর্য, শুক্র, বুধের মিলনে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ। এই রাজযোগের ব্যাপক প্রভাব পড়বে তিনটি রাশির জীবনে! কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, অর্থ সংকট দূর, পরিবারে সুখ বজায়, সব মিলিয়ে এক দারুণ সময় কাটবে তিনরাশির। বুধ জানুয়ারিতেই শনির রাশি মকরে প্রবেশ করবেন তাতেই খুলে যাবে তিন রাশির ভাগ্যের চাকা।
তালিকায় কোন কোন রাশি? জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশি, বৃষ রাশি, মীন রাশির জাতক-জাতিকাদের বিরাট সুযোগ পাবেন। বদলে যাবে জীবনযাত্রার মান। সুখের সাগরে ভাসবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা! যেখানে হাত দেবেন সেটিই সোনা হবে! তবে পরিশ্রম করতে হবেই। মনে রাখবেন যাঁরা সাহসী, ভাগ্য তাঁদেরই সহায় হয়।
সিংহ রাশি: ত্রিগ্রহী যোগে জীবনে দারুণ সুযোগ পাবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, এই রাশির দ্বিতীয় ঘরে সংযোগ তৈরি হবে। কী কী লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা?
এই সংযোগের ফলে আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। চাকরি হোক কিংবা ব্যবসা সবতেই উন্নতির শিখরে উঠবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারে সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে। স্ত্রীর সঙ্গে ঝামেলা কেটে যাবে। প্রেমিক-প্রেমিকারা প্রেমের জোয়ারে ভাসবেন। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ফল পাবেন। সব মিলিয়ে সফল বছর কাটবে বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি: ২০২৬ সাল বৃষ রাশির বছর। বড় পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকার জীবনে। ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে এই রাশির জীবনে।
কর্মজীবনে পদোন্নতি, আর্থিক বৃদ্ধি এবং বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে মনোযোগ দিলে স্বাস্থ্যের উন্নতি হবে। বিবাহিত জাতক-জাতিকারা সুখী জীবন কাটাবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন।
Published By: Subhankar PatraPosted: 08:35 PM Dec 23, 2025Updated: 08:35 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
