Advertisement
যৌনতায় উষ্ণতার অভাবে দাম্পত্যে ফাটল? এই ৭ টিপসেই জমবে শরীরী খেলা
৬ নম্বর পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখুন।
যৌনতা যে দাম্পত্যের এক গুরুত্বপূর্ণ অংশ তা অনস্বীকার্য। কিন্তু যত পুরনো হয় সম্পর্ক, তত চেনা শরীর যেন আগুন জ্বালতে অক্ষম হয়ে ওঠে। এমনকী, পরিস্থিতি নেহাতই খারাপ হলে সম্পর্ক চিরকালের মতো নষ্টও হয়ে যেতে পারে। অথচ একটু খেয়াল রাখলেই শরীরী খেলায় থাকবে না কোনও একঘেয়েমি। বরং তরতাজা করে তুলবে নিত্যদিনের রোজনামচা। জেনে নেওয়া যাক সেই 'মোক্ষম' টিপসগুলি, যা দু'টি শরীরকে করে তুলবে চকমকি পাথরের মতো। সামান্য ঘর্ষণেও যা ডেকে আনবে দাবানল।
নিজের যৌনসঙ্গীর সঙ্গে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা বজায় রাখুন। সম্পর্কের শুরুর দিনগুলোর মতোই। আপনার কী চাহিদা সেটা জানান। উলটো দিক থেকে তাঁর কাছেও জেনে নিন তিনি কী চাইছেন। এই আলোচনাই কিন্তু যৌন সম্পর্কের অভিমুখকে ভুল দিকে বাঁক নিতে দেয় না।
এক গবেষণা বলছে, রোজ যদি অন্তত ১০ সেকেন্ড চুমু খেতে পারেন সঙ্গীকে, তাহলে দাম্পত্য ভাঙার সম্ভাবনা নাকি কমে যায়! সেকথা মাথায় রেখে প্রত্যহ দশ-পনেরো মিনিট রাখুন স্রেফ আদরের জন্য। অর্থাৎ সঙ্গম নয়। পরস্পরের অঙ্গ স্পর্শ ও চুম্বনের মাধ্যমে জাগিয়ে তুলুন খিদে। সঙ্গমের আগে লক্ষ রাখতে হবে ভালোবাসার নারীটির যোনিপথ উত্তেজনায় পিচ্ছিল হয়েছে কিনা। অর্ধেক কাজ এতেই সারা হয়ে যাবে। সঙ্গম হবে আগুনের নদী সাঁতার কাটার মতো।
একই পজিশনে যৌনতা খুব তাড়াতাড়ি বিষয়টাকে একঘেয়েমির চাদরে মুড়ে ফেলতে পারে। তাই চেষ্টা করুন, অন্তত প্রতি মাসে একটি করে নতুন পজিশন ট্রাই করতে। এই অ্যাডভেঞ্চার যৌন অভিজ্ঞতাকে নিত্যনতুন করে তুলবে। একই ভাবে বেডরুমেই যে যৌনতা করতে হবে তারই বা কী অর্থ! সুযোগ বুঝে বাড়ির যে কোনও প্রান্তেই লিপ্ত হতে পারেন সঙ্গমে।
সব সময় যৌনতার সুযোগ থাকে না। তাই ঘনঘন হাত ধরা, আলিঙ্গন এবং ম্যাসাজ করা দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। যৌনতার ক্ষেত্রে কোনওরকম আড়ষ্টতাও থাকে না।
সঙ্গী যদি সঙ্গিনীর শরীরে বরফ বুলিয়ে দেয় কিংবা সঙ্গিনী যদি সঙ্গীর শরীরকে উষ্ণ তেলে মালিশ করে দেয় তাহলেও যৌনতার মধ্যে যোগ হয় এক অনন্য মাত্রা। এতে খুব তাড়াতাড়ি উত্তেজনার শিখরে পৌঁছনো যায়। এরপর সঙ্গম করলে তা আনন্দের শীর্ষবিন্দুতে পৌঁছে দেবেই।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ৭-৭-৭ রুল। অর্থাৎ ৭ দিন অন্তর একদিন ডেট, ৭ সপ্তাহ অন্তর একবার সপ্তাহান্তে বাইরে যাওয়া এবং ৭ মাস অন্তর সন্তানদের ছাড়াই ঘুরতে বেরিয়ে পড়ুন। যৌনতায় যোগ হবে বাড়তি উৎসাহ।
দাম্পত্য যখন একেবারে একঘেয়ে হয়ে পড়ে, তখন সঙ্গমে লিপ্ত হওয়া এক কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে রুটিন করে যৌনতায় মাতুন। স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে গিয়ে থাকলে এতেই কাজ হবে। তবে খেয়াল রাখবেন সেটা যেন উভয়ের সম্মতিতে হয়। অন্যথায় হিতে বিপরীত হবে। দু'জনে কথা বলে ঠিক করুন কোন কোন সময় যৌনতা হতে পারে। দেখবেন ম্যাজিকের মতো কাজ দেবে। যৌনতার চেয়ে বড় 'শুশ্রুষাকারী' আর কে আছে!
Published By: Biswadip DeyPosted: 08:08 PM Dec 23, 2025Updated: 08:16 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
