সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান মাস যখন মানবতার প্রতীক, তখন যারা মানুষ খুন করে তারা কেমন মুসলমান, ঢাকার গুলশন এলাকায় জঙ্গি হানার তীব্র নিন্দা করে এ প্রশ্ন তুললেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
ঢাকার কূটনৈতিক এলাকায় শুক্রবার রাতে এক স্প্যানিস রেস্তোরাঁয় হানা দেয় জঙ্গিরা৷ জঙ্গিরা কোন ধর্মাবলম্বী সেই বিষয়ে ধোঁয়াশা থাকলেও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সন্ত্রাসীদের মুখে শোনা গিয়েছিল ‘আল্লা হো আকবর’৷ এই প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘রমজান মাসে যারা মানুষ খুন করে, তারা কী ধরনের মুসলমান?’ বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসের যে কোনও জায়গা নেই তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়ে তাঁর বক্তব্য, ‘সন্ত্রাসীদের কোনও ধর্ম হয় না৷ সন্ত্রাসই সন্ত্রাসের ধর্ম৷’ বিশ্বব্যাপী এই সন্ত্রাসের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার ডাক দেন তিনি৷
এদিকে বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরকম বিপদের দিনে বাংলাদেশের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত এই জঙ্গি হানায় মৃত্যু হয়েছে তারিষি জৈন নামে এত ভারতীয় যুবতীরও৷
বাংলাদেশে এই জঙ্গিহানার দায় স্বীকার করেছে আইসিস গোষ্ঠী৷ ইসলামের নামে সারা বিশ্বজুড়ে জেহাদের ডাক দিয়েছে এই জঙ্গি সংগঠন৷ ইসলামের নামেই চলে তাদের নৃশংস কাণ্ডকারখানা৷ দুনিয়ার বিভিন্ন প্রান্তে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে এই গোষ্ঠী৷ কিন্তু ধর্মের নামে এই সন্ত্রাসকেই এদিন কাঠগড়ায় তুললেন শেখ হাসিনা৷ এক মুসলিমপ্রধান দেশের মুসলমান প্রধানমন্ত্রী হয়েও তিনি যেভাবে বিশ্ব মানবতার পক্ষে সওয়াল করলেন তা নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক৷
সর্বশেষ খবর অনুযায়ী, এই জঙ্গি হানার জন্য দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷
