সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার কড়া বিধিনিষেধের সুফল হিসেবে রাজ্যে করোনা সংক্রমণে লাগাম টানা গিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। তবে মঙ্গলবার রাজ্যের কোভিড (COVID-19) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। যদিও মৃতের সংখ্যা শূন্য। বিশেষজ্ঞদের খানিকটা চিন্তায় রাখছে রাজ্যের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। তাঁদের পরামর্শ, পরিস্থিতি উদ্বেগজনক তেমন না হলেও সারা বছর ধরেই সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সোমবার যা ছিল ২৭। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমেছে সামান্য। এই মুহূর্তে তা ০.৪২ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩৭৪ জন। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। স্বাস্থ্যদপ্তরের বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৭৬০ জন মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার এনিয়ে ৯৮.৯৩ শতাংশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
