shono
Advertisement

চাহিদা ভুলে মায়ের চরণ তলে শরণের কথা বলবে কেষ্টপুরের এই পুজো

কীভাবে সেজে উঠছে মণ্ডপ? দেখুন ভিডিও। The post চাহিদা ভুলে মায়ের চরণ তলে শরণের কথা বলবে কেষ্টপুরের এই পুজো appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Sep 23, 2019Updated: 09:46 PM Sep 23, 2019

সুলয়া সিংহ: জীবন-জীবীকা নিয়ে সদাই ব্যস্ত মানুষ৷ কিন্তু এত ব্যস্ততা কীসের? হাজার কাজের মধ্যে সেটাই আর মনে করার ফুরসৎ মেলে না৷ প্রয়োজন নাকি চাহিদা? কীসের জন্য ব্যস্ত মানুষ? প্রয়োজনের তাগিদের ব্যস্ততা মানুষকে ক্লান্ত করে না৷ কিন্তু চাহিদার পিছনে লাগাতার দৌড়েই ক্লান্ত সকলে৷ এই চাহিদাকে শিকল পড়ানোও কঠিন৷ তা আগেও ছিল৷ আজও আছে৷ ভবিষ্যতেও হয়তো এই চাহিদার ব্যতিক্রম হবে না৷ উলটে সে মাত্রা সীমা ছাড়াতে পারে৷ লোভ-চাহিদা-কামনা-বাসনা, এসবই একটা সময় মানুষের শত্রুতে পরিণত হয়৷ আর শিল্পী মানস রায়ের ভাবনায় সমাজের এই সমস্যাই এবার ফুটে উঠবে কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপে৷

Advertisement

[আরও পড়ুন: ‘চিকনের চেকনাই’য়ে রঙিন মণ্ডপ, একটুকরো লখনউ দেখুন উল্টোডাঙার এই পুজোয়]

যতদিন যাচ্ছে, চাহিদা পূরণের লক্ষ্যে ততই নেশার মতো ছুটছে মানুষ৷ কারও লক্ষ্য অর্থের গদিতে বসে জীবন কাটানো তো কেউ সুখ আর ঐশ্বর্যের খোঁজে দিনরাত এক করে ফেলছেন৷ আর এই চাহিদার চাপেই জর্জরিত আমআদমি৷ অসুররূপী এই চাহিদা থেকে মুক্ত করে মায়ের চরণতলে নিজেকে আত্মসমর্পণ করলেই আসলে মিলবে প্রকৃত শান্তি৷ আর তাই এবারে তাদের থিমের নাম ‘তব চরণ তলে’৷ শিল্পী মানস রায় বলছিলেন, “কবিগুরুর ভাষাকে ধার করেই নিজের চিন্তার ব্যপ্তি ঘটিয়েছি৷” স্খলিত শিথিল কামনারও ভার/বহিয়া বহিয়া ফিরি কত আর…৷ শেষ জয় যেন হয় সে বিজয়ী/তোমারই কাছেতে হারিয়া৷

মণ্ডপের শুরুতেই ‘তব চরণ তলে’ থিমটি আঁচ করতে পারবেন দর্শনার্থীরা৷ মধ্যভাগে ফুটে উঠবে মানুষের চাহিদার চাকায় পিষে যাওয়ার কাহিনী৷ আর সব শেষে মায়ের চরণে আত্মসমর্পণের ছবি৷ লালসা-কামনা-বাসনা থেকে মুক্তির পথ দেখাবেন মা৷ তাই মণ্ডপের এই অংশটা হয়ে উঠেছে রঙিন৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করছেন শিল্পী সনাতন পাল৷ আর এই পরিবেশ পরিপূর্ণ হয়ে উঠবে সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্যর তৈরি আবহে৷ তাই আত্মগ্লানি মুছতে এবার পৌঁছে যান মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপে৷

 

[আরও পড়ুন:  এবার নারী-পুরুষের চিরন্তন প্রেমের নদীতে অন্তর্যাত্রার গল্প বেহালা নূতন সংঘের পুজোয়]

The post চাহিদা ভুলে মায়ের চরণ তলে শরণের কথা বলবে কেষ্টপুরের এই পুজো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার