Advertisement
নোনা জলে গেরুয়া বিকিনি, সৈকতে ঝড় তুললেন বাংলার টেলি সুন্দরী
চিনতে পারছেন এই অভিনেত্রীকে?
সমুদ্রের নোনা জল। তাতেই উষ্ণতা ছড়ালেন জিনা তরফদার। গেরুয়া বিকিনিতে সৈকতে ঝড় তুললেন বাংলা টেলিভিশনের এই সুন্দরী।
নিজেকে 'হট মেস' বলতেই ভালোবাসেন জিনা। যেন ছন্নছাড়া জীবনেই তাঁর আনন্দ। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও সিদ্ধহস্ত টেলিতারকা। তখন আবার তিনি ভিজে জিনা।
২০২৩ সালে শেষ হওয়া 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে দেখা গিয়েছিল জিনাকে। সিরিয়ালে এলিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 03:11 PM May 19, 2024Updated: 03:12 PM May 19, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
